13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভয়াবহ ঝড়বৃষ্টিতে ৫০ জনের মৃত্যু, গৃহহীন হয়েছেন ১৭ হাজার মানুষ

Ovi Pandey
January 27, 2020 8:43 am
Link Copied!

ভয়াবহ ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত ব্রাজিলের জনজীবন, ৪৮ ঘণ্টা ধরে চলা প্রবল ঝড়বৃষ্টিতেএখনও পর্যন্ত ৫০ জন সাধারণ মানুষের মৃত্যুর খবর জানা গিয়েছে। নিখোঁজ হয়েছেন প্রায় ২৫ জন এবং গৃহহীন হয়েছেন প্রায় ১৭ হাজার মানুষ।

গত শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল ঝড়বৃষ্টির জেরে এখনও পর্যন্ত গোটা ব্রাজিলে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও জখম হয়েছে বহু মানুষ। সুরক্ষার স্বার্থে প্রায় ২৫ হাজার মানুষকে পাঠানো হয়েছে অন্যত্র। গত দুদিনের এই প্রবল বিপর্যয়ে গৃহহীন হয়েছেন প্রায় ১৭ হাজার মানুষ। কিছু কিছু জায়গা ভূমি ধসের জেরে যোগাযোগ ব্যবস্থাও স্তব্ধ হয়ে পড়েছে। ভেঙে পড়েছে প্রচুর বাড়ি। কিছু কিছু জায়গায় বৃষ্টির জল জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারের তরফে উদ্ধার কাজ চালানোর পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও।

ভেঙে পড়েছে বেশ কয়েকটি ব্রিজও। গত ১১০ বছরে এত বেশি ঝড়বৃষ্টি আগে কোনওদিন হয়নি এখানে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দুদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তেমনটাই আশঙ্কা করছে তারা। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন ব্রাজিলের ওই অংশের বাসিন্দারা। সরকারের তরফে উদ্ধার কাজ চালানোর চেষ্টা হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে কাজ।

http://www.anandalokfoundation.com/