13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চীনা ৩১ জন নাগরিকের সহায়তায় ৬২৯ মহিলাকে বিক্রি করেছে পাকিস্তান

Biswajit Shil
December 5, 2019 10:24 pm
Link Copied!

পাকিস্তানের কমপক্ষে ৬২৯ জন মেয়ে এবং মহিলাকে কনে হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছিল চিনা নাগরিকদের কাছে। ৩১ জন চিনা নাগরিক পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছে পাকিস্তানি গোয়েন্দা।

পাকিস্তানি গোয়েন্দাদের তরফে এ ব্যাপারে নিশ্চিত করা হয় যে, ৬২৯ জন মহিলাকে চিনে পাচার করা হয়েছিল। শেষ ১৮ মাস ধরে এই কাজ চলেছে বলে জানানো হয়েছে। পাক গোয়ান্দারা এই পাচার চক্রের মেরুদণ্ড ভেঙে ফেলতে বদ্ধপরিকর ছিল।

এক পাক অফিসার জানিয়েছেন, “এই মেয়েদের জন্য কেউ কিছু করছে না। পুরো পাচারচক্রের কাজ আরও বাড়ছে। কারণ, তাঁরা জানে, বিপদে পড়লেও তাঁরা বেঁচে যেতে পারবে। ” পাশাপাশি তিনি জানান, তদন্তকারীরা যাতে তদন্ত না করেন, তাঁদের ওপর সেইরকমই চাপ দেওয়া হয়ে থাকে। ফলে বাড়ছে পাকিস্তানের মহিলা পাচার।

উল্লেখ্য, ২০১৮-এর এই তথ্য মহিলা পাচারের ক্ষেত্রে পাকিস্তানে ভয়াবহ। এ বছরের অক্টোবরে সামনে এসেছিল এক পাচার চক্রের কথা যেখানে ৩১ জন চিনা নাগরিক পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ ওঠে।

http://www.anandalokfoundation.com/