13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গাড়িতে কাদা থাকলেই জরিমানা

admin
December 2, 2015 2:27 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: গাড়ির গায়ে কিংবা চাকায়  কাদা থাকলে চীনের পূর্বাঞ্চলীয় নানজিং শহরে গাড়ির চালকদের ১০০ ইউয়ান (১৬ মার্কিন ডলার) জরিমানা করা হচ্ছে। গাড়ির নম্বর প্লেট ধুলো-কাদায় অস্পষ্ট দেখা গেলে জরিমানার অঙ্কও বেড়ে যাচ্ছে। শুধু তাই নয়, জরিমানার টাকা গোনার সঙ্গে সঙ্গে চালককেই তাৎক্ষনিকভাবে ওই ময়লা পরিষ্কার করতে হচ্ছে।

গাড়িতে কোথাও ভাঙাচোরা থাকলে বা রং চটে গেলে জরিমানা হবে কয়েক গুণ। এছাড়া সৌন্দর্যহানি হয়, গাড়িতে এমন কোনো বিজ্ঞাপন সাঁটলেও জরিমানা করা হচ্ছে। এই জরিমানা ৫০০ ইউয়ান থেকে ২০০০ ইউয়ান পর্যন্ত গড়াচ্ছে।

নগর কর্মকর্তারা জানিয়েছেন, অপরিচ্ছন্ন, ভাঙাচোরা বা রংচটা গাড়ির কারণে শহরের চেহারা নষ্ট হচ্ছে। এতে নগরের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

তবে ফেসবুকসহ চীনা সামাজিক মাধ্যমগুলোতে নানজিং নগর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের সমালোচনা করছেন অনেকে।

চীনা মাইক্রোব্লগিং সাইট সিনা উইবোতে একজন লিখেছেন,‘আমার নিজের গাড়িতে ময়লা থাকলে, অন্যের তাতে কি?’

বেশ কয়েকজন লিখছেন নগর কর্তৃপক্ষ আসলে মানুষের পকেট থেকে কিছু টাকা খসাতে চাইছে। তাদের ভাষ্য, শহরের বাতাসের দূষণ নিয়ে নগর কর্তাদের কোনা মাথাব্যথা নেই।

http://www.anandalokfoundation.com/