মাদারীপুর -৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ড.আব্দুস সোবহান গোলাপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নতুন ভবন উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌরসভার মেয়র এসএম হানিফ, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোঃ লোকমান হোসেন সরদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান ও রমজানপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহীম মিল্টন প্রমুখ। এদিকে এ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে একই ইউনিয়নের চরপালরদী খেয়াঘাট থেকে চরপালরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নতুন পাকা সড়ক উদ্বোধন করা হয়।