13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে কার্প-গলদা মিশ্র চাষের ফলাফল প্রদর্শক মাঠ দিবস অনুষ্ঠিত

Ovi Pandey
January 21, 2020 3:29 pm
Link Copied!

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরাঃ আশাশুনিতে সদরে উত্তম মৎস্য চাষ অনুশীলন এর আলোকে কার্প-গলদা মিশ্র চাষের ফলাফল প্রদর্শক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার কোদন্ডা কেরানী মোড় সংলগ্ন মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (্এনজিএফ) শ্যামনগর এর বাস্তবায়নে, চঅঈঊ প্রকল্পের আওতায় আয়োজিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন, এনজিএফ আশাশুনি শাখা ব্যবস্থাপক মোঃ নূর মহাম্মদ। প্রধান অতিথি ছিলেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান। ভ্যালু চেইন ফ্যাসিলেটেটর বাবু কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলেটেটর রবিউল ইসলাম।

অন্যদের মধ্যে আলোচনা রাখেন, প্রকল্প সমন্বয়কারী আব্দুল হামিদ, প্রদর্শনী খামার মালিক ভগবতী বাইন, মর্জিনা ইসলাম, পাপিয়া খাতুন, আলতাফ হোসেন, অঞ্জলী রানী প্রমুখ। অনুষ্ঠানে উত্তম মৎস্য চাষ পদ্ধতি, প্রকল্পের সহযোগিতা, সংস্থা ও প্রকল্প সম্পর্কে আলোচনা, জনপ্রতিনিধিদের সহযোগিতা ও করনীয়তা, ডেমো চাষির সাফল্যগাথা, নিরাপদ বিপনীতে ইউনিয়ন পরিষদের ভূমিকা, সরকারি পৃষ্ঠপোষকতা ও বাজারজাতকরণ নিয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করা হয়।

http://www.anandalokfoundation.com/