13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কামারখালীতে শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজা সমপন্ন-২০২০

Brinda Chowdhury
December 16, 2020 9:17 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধিঃ বুধবার ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মাঝবাড়ী মহা শ্মশান মন্দির প্রাঙ্গনে শ্রী অনিল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অতুল কুমার দাস এর নেতৃত্বে মাঝবাড়ী মহাশ্মশান মন্দিরের উপদেষ্ঠামন্ডলীর সহযোগীতায় ২দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল মাঝবাড়ী মহাশ্মশান মন্দিরের শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজা অনুষ্টান।

পূজা অনুষ্টান চলাকালীন সময়ে পরিদর্শন করেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), সাবেক চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী (ইরান), মোঃ লুৎফর রহমান, বিশিষ্ট সমাজসেবক মোঃ আবু জাফর মোল্যা সহ আরো অনেকে। এছাড়া আরও উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা পরমানন্দ বিশ্বাস, সুবলদত্ত, সমরেশ মালো, দূর্জয় চট্র্যাপাধ্যায়, সজল সেন ,লিটন দাস, মানিক সরকার, বিজয় বিশ্বাস, ভরত মিত্র, কার্ত্তিক বিশ্বাস, উত্তম কুমার বিশ্বাস, অরবিন্দু দাস, কার্ত্তিক চন্দ্র মিত্র, উজ্জল কুমার বিশ্বাস সহ হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী গন।

মধুখালী প্রতিনিধিঃ বুধবার ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মাঝবাড়ী মহা শ্মশান মন্দির প্রাঙ্গনে শ্রী অনিল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অতুল কুমার দাস এর নেতৃত্বে মাঝবাড়ী মহাশ্মশান মন্দিরের উপদেষ্ঠামন্ডলীর সহযোগীতায় ২দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল মাঝবাড়ী মহাশ্মশান মন্দিরের শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজা অনুষ্টান।

পূজা অনুষ্টান চলাকালীন সময়ে পরিদর্শন করেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), সাবেক চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী (ইরান), মোঃ লুৎফর রহমান, বিশিষ্ট সমাজসেবক মোঃ আবু জাফর মোল্যা সহ আরো অনেকে। এছাড়া আরও উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা পরমানন্দ বিশ্বাস, সুবলদত্ত, সমরেশ মালো, দূর্জয় চট্র্যাপাধ্যায়, সজল সেন ,লিটন দাস, মানিক সরকার, বিজয় বিশ্বাস, ভরত মিত্র, কার্ত্তিক বিশ্বাস, উত্তম কুমার বিশ্বাস, অরবিন্দু দাস, কার্ত্তিক চন্দ্র মিত্র, উজ্জল কুমার বিশ্বাস সহ হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী গন।

সবশেষে প্রসাদ বিতরন করে এবং উপজেলা প্রশাসন ও মধুখালী থানা আইনশৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে প্রতিমা বিসর্জন দিয়ে পূজা সমপন্ন হয়। এ ছাড়া কামারখালী রাজধরপুর গ্রামে স্বর্গীয় কালিপদ রুদ্র ছেলে উত্তম ও অলোক রুদ্র’র বাড়ীর মন্দিরে নিজ উদ্যোগে ২দিন ব্যাপী রক্ষা কালী মায়ের পূজা করে ও শত শত মানুষের প্রসাদ খাওয়াইয়া রক্ষাকালী মায়ের পূজা অনুষ্টান শেষ করেন।

http://www.anandalokfoundation.com/