13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঈদে ঢাকাকে ক্রাইম ফ্রি রাখাই টার্গেট

admin
June 26, 2016 10:05 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ ঈদে ফাঁকা ঢাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ কোনো ধরনের অপকর্ম করলে তাকে আইনের আওতায় আনা হবে। আমরা সব ধরনের অপরাধ প্রতিরোধ করব। কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের টার্গেট ঢাকাকে ক্রাইম ফ্রি রাখা বলে মন্তব্য করেছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

আজ রোববার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে পরিদর্শন শেষে আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে সাংবাদিকদের তিনি একথা কথা বলেন। এছাড়া ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীতে নয়টি ক্যাম্প অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক।

তিনি বলেন, প্রতিটি বাস, রেলওয়ে স্টেশন, লঞ্চ টার্মিনালে র‌্যাবের ক্যাম্প স্থাপন করা হয়েছে। এর উদ্দেশ্য যাতে যাত্রীরা অগ্রিম টিকিট নিতে পারেন এবং নির্বিঘ্নে বাড়িতে যেতে পারেন।

টিকিট কালোবাজারিদের শক্ত হাতে প্রতিরোধ করা হবে জানিয়ে বেনজীর আহমেদ বলেন, রোববার পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজাও দেয়া হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে। ঈদে মাওয়া ও আরিচা ফেরিঘাটেও যাত্রী হয়রানি বন্ধে ক্যাম্প স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, ৮-১০ বছর আগে বিভিন্ন ধরনের অপকর্ম বেশি হতো। তখনকার পরিসংখ্যান দেখুন, এখন তার থেকে অনেক কম। পর্যায়ক্রমে আমরা ঢাকাকে ক্রাইম ফ্রি করব। ধীরে ধীরে শুধু ঢাকা নয়; পুরো বাংলাদেশকেও ক্রাইম ফ্রি করা হবে। ফাঁকা ঢাকার নিরাপত্তার জন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মিলে ব্যবস্থা গ্রহণ করছি। এ নিরাপত্তায় নাগরিকদেরও সামিল হওয়ার জন্য অনুরোধ করছি। যারা ঢাকার বা দেশের বাইরে ঈদ উদযাপন করতে যাবেন এবং যারা থাকবেন সবাই সতর্ক থাকবেন।

তিনি আরো বলেন, সারাদেশেই র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের সবচেয়ে বড় দু’টি ফেরিঘাট একটি মাওয়া ও অন্যটি আরিচা। এ দুই ফেরিঘাটের দু’পাশে যাত্রীদের হয়রানি বন্ধে দু’টি করে মোট চারটি স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এ সব ব্যবস্থা ঈদ পর্যন্ত বহাল থাকবে। ঈদে ভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে র‌্যাবের এডিজি (অপস) কর্ণেল আনোয়ার লতিফ খান, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান, র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সরোয়ারসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/