বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ৭০-তম জন্মদিনে প্রথম প্রহরে না কাটলেও ১৫ই আগস্ট দিনের শেষে নেতাকর্মীদের নিয়ে কেক কাটলেন।
শনিবার রাতে গুলশানের নিজ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ৭০তম জন্মদিনের কেক কাটেন বেগম জিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ঢাকা মহানগর বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কেন্দ্রীয় যুবদলের উদ্যোগে সত্তর পাউন্ডের পাঁচটি কেক কাটা হয়। কেক কাটার আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে দোয়া মোনাজাত করেন বেগম জিয়া। কেক কাটার পর বেগম জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এর আগে ৯৬ সাল থেকে রাত ১২টা ১ মিনিটে কেক কাটলেও এবারই প্রথম দিনের শেষে কেক কাটলেন বেগম জিয়া।