দি নিউজ ডেস্কঃ ২৯ জন বরযাত্রীকে নিয়ে বিয়েবাড়ির দিকে যাচ্ছিল বাসটি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রী বোঝাই বাসটি ব্রিজ থেকে মাঝ নদীতে পড়ে যায় এতে মৃত্যু হয় ২৪ জনের।
ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হল রাজস্থানে। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে রাজস্থাননের বুন্দিতে। মেজে নদীতে পড়ে যায় বাসটি। জানা গিয়েছে, বিয়েবাড়ির দিকে যাচ্ছিল বাসটি। সেইসময় বাস পড়ে যায় নদীতে। মেগা দৌসা হাইওয়ের উপর এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে বাসে ২৯ জন যাত্রী ছিলেন। ২৪ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পাঁচজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
২৯ জন বরযাত্রীকে নিয়ে কোটা থেকে সাওয়াই মাদপুর যাচ্ছিল বাসটি। মেজ নদী পার করার সময় সেতুর উপর হঠাৎই নিয়ন্ত্রণ হারায় বাসটি। সেতুটির দু’পাশে রেলিং বা দেওয়াল না থাকায় বাসটি সোজাসুজি নদীতে পড়ে। ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু হয়। গুরুতর জখম আরও তিনজন। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ, ১১ জন মহিলা ও তিনটি শিশু রয়েছে।