শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভায় আ.লীগের প্রার্থী (নৌকা প্রতিক) হাবিবুর রহমান মাস্টার ১২ হাজার ১’শ ৬৬ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির (ধানের শীষ প্রতিক) মোনায়েম হোসেন ফারুক পেয়েছেন ১১ হাজার ৮৮ ভোট। রবিবার রাত ১০ টায় রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন এ ফলাফল ঘোষনা করেন। উল্লেখ্য, হারাগাছ পৌরসভায় মোট ভোটার ৪৬ হাজার ২০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ২৮৭ এবং নারী ভোটার রয়েছেন ২৩ হাজার ৯১৮ জন। মোট ২০টি কেন্দ্রে মোট ৮৪ টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।