ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের উদ্যোগে শিশু শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নখ কাটা কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার সুনিকেতন পাঠশালার শিশু শিক্ষার্থীদের কিভাবে হাত পায়ের নখ কাটতে হয় এবং হাত পায়ে নখ থাকলে কি কি অসুখ হয় সে বিষয়ে আলোচনা ও শিক্ষার্থীদের নখ কেটে দেখানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের কালীগঞ্জ ইউনিটের সভাপতি মেহেদী হুসাইন আজম, সাধারণ সম্পাদক শিমুল, সহসাধারণ সম্পাদক লিজা, ইয়ুথ লিডার নওশীন রহমান, সবুজ, আশিক, অর্পিতা, সুরভী, পলব, দিবস,সাহাবুদ্দিন। কর্মসুুচীতে কালীগঞ্জের সুনিকেতন পাঠশালা, ভুষণ শিশু একাডেমী ও মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচী পালিত হয়।