মো. আমির সোহেল, কালকিনি(মাদারীপুর) প্রতিনিধিঃ স্বামীর ধুমপানকে বাঁধা দেয়ায় গাল মন্দ করার কারনে অভিমান করে শনিবার রাতে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার উত্তর মিনাজদী গ্রামে পারভীন বেগম-(২৬) নামের এক গৃহবধু বিষপান করে আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করে।
এলাকা ও পুলিশ সুত্রে জানা গেছে, কালকিনি পৌরসভার উত্তর মিনাজদী গ্রামের রুবেল কবিরাজের স্ত্রী পারভীন বেগম (২৬) তার ধুমপায়ি স্বামীকে অনেক দিনে ধরে ধুমপান থেকে বিরত থাকার জন্য বলেন কিন্তু রুবেল কবিরাজ তার স্ত্রীর কোন কথায় শোনেনা, এ বিষয়টি নিয়ে স্বামী ও স্ত্রীর উভয়রে মাধ্যে প্রায় প্রতিদিন ঝগড়া বিবাদ লেগে থাকে। তার এ অনুরোধ স্বামী রুবেল কবিরাজ না রাখায় অভিমান করে নীজ বাড়িতে বিষপান করেন পারভীন বেগম। তাকে মুর্মূষ অবস্থায় বাড়ীর লোকজন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। কালকিনি থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেন। এ ব্যাপারে কালকিনি থানায় মামলার প্রক্রিয়া চলছে।