14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে আকস্মিক বন্যা

admin
November 20, 2015 12:27 am
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে আকস্মিক বন্যা দেখা দিয়েছে যার কারণ হচ্ছে প্রবল বৃষ্টিপাতের । অন্যতম প্রধান শহর জেদ্দাসহ বিভিন্ন শহর পানিতে তলিয়ে গেছে। এতে শিশুসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা যায়, জেদ্দাসহ বিভিন্ন শহর পানিতে তলিয়ে আছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সৌদি বাসিন্দারা।

সাধারণত সৌদি আরবে বৃষ্টিপাত ও বন্যা হয় না। মরুভূমি অধ্যুষিত এই অঞ্চলে বন্যা মোকাবেলায় তেমন প্রস্তুতিও নেই। এজন্য আকস্মিক এই বন্যার কারণে অনেকটা বিপাকে পড়েছে সৌদি কর্তৃপক্ষ।

বন্যার কারণে লোহিত সাগর উপকূলীয় এলাকায় সৌদি স্কুল এবং বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সৌদি জরুরি বিভাগ দেশটির নাগরিকদের ঘরের বাইরে যেতে নিষেধ করেছে।
http://www.anandalokfoundation.com/