নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধে তিনি পুরান ঢাকায় ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব(জিওলজি) বিভাগের সাবেক কর্মকর্তা সুশীল কুমার দত্তের শ্রাদ্ধ অনুষ্ঠান আগামী ২১ আগস্ট বুধবার মৃতের নিজ বাস ভবন ১১ নং ঠাকুর দাস লেনে অনুষ্ঠিত হবে। শ্রাদ্ধ করবেন মৃতের একমাত্র ছেলে সুমন দত্ত ও তার পরিবারের সদস্যরা।
শ্রাদ্ধ পরবর্তী মৎস্যমুখি অনুষ্ঠান আগামী ২৩ আগস্ট শুক্রবার পুরান ঢাকার লক্ষ্মীবাজারের আর্চ বিশপ গাঙ্গুলী মেমোরিয়াল হলে দুপুর ১ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে পরলোকগত সুশীল কুমার দত্তের সকল আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধভ কে নিমন্ত্রণ জানিয়েছেন তাঁর স্ত্রী শিবানী রানী দত্ত।
প্রসঙ্গত, সুশীল কুমার দত্ত গত ৬ আগস্ট ২০২৪ ইং সকাল ৭টা ৩০ মিনিটে নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি পুরান ঢাকায় একাধিক সনাতন মন্দির কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একটানা ৩২ বছর পুরান ঢাকার ৫১ নং হুষিকেশ দাস রোডের প্রাচীন শ্রী শ্রী কালী ও শিব মন্দির কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন।
এছাড়া তিনি বাংলাদেশ হিন্দু সংস্কার সমিতি প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন ছিলেন। প্রকৌশলী হিসেবে বাংলা বাজার সার্বজনীন পূজা কমিটি(বোবা স্কুল) দুর্গা মন্দির, রাধা কৃষ্ণ মন্দির, শিব ও লোকনাথ মন্দির তারই তত্ত্ববধানে নির্মিত হয়।
মুক্তিযুদ্ধে তিনি পুরান ঢাকায় ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন। তিনি ছিলেন একজন প্রকৌশলী। কর্মজীবনে তিনি প্রথম লুইস বার্জারে কাজ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে যোগ দেন। সেখানে তিনি সিনিয়র টেকনিক্যাল অফিসার হিসেবে ২০০১ সালে অবসর গ্রহণ করেন। সুত্রাপুরস্থ হৃষীকেশ দাস রোডস্থ কদমতলা শ্রীশ্রী কালী ও শিব মন্দিরের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন।