আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় কুমার নদে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৩টি ড্রেজার মেশিনের পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।
এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাকছুদুল ইসলাম।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, বুধবার সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন কুমার নদীতে মোবাইল কোর্ট চালিয়ে ৩টি ড্রেজার মেশিনের পাইপ ধ্বংস করা হয়।
উপজেলার গট্টি ইউনিয়ন বড় লক্ষনদিয়া কুমার নদী, বড়দিয়া বাজারের পাশে কুমার নদী ও আটঘর ইউনিয়নের পুটিয়া সরকারী খালে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিনের প্রায় এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাকসুদুল ইসলাম বলেন, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মেশিনের পাইপ ধ্বংস করা হয়েছে।