নিউজ ডেস্ক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত অসহযোগ আন্দোলনের প্রথম দিনে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভয়াবহ সংঘর্ষে ১৪ পুলিশসহ অন্তত ৯৮ জন নিহত এবং ডজন খানেক আহত হয়।
সিরাজগঞ্জে ১৮ জন নিহত; নরসিংদীতে ৬; ফেনী ও লক্ষ্মীপুরে ৮টি; রংপুরে ৪; ঢাকা, মাগুরা, পাবনা, কিশোরগঞ্জ, শেরপুর, সিলেট ও বগুড়ায় ৩টি করে; মুন্সীগঞ্জ ও কুমিল্লায় ২; বরিশাল, ভোলা, কক্সবাজার ও সাভারে একটি করে;
আগামীকাল থেকে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার;
অপারেটররা মোবাইল ইন্টারনেট বন্ধের আদেশ পায়;
দেশে ফেসবুক, হোয়াটসঅ্যাপ অ্যাক্সেসযোগ্য নয় বলে জানা গেছে;
মঙ্গলবার ঢাকা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা
গুলিবিদ্ধ অবস্থায় অন্তত ৪২ জন সিএমএইচে ছুটে যান;
ঢাকায় অধিকাংশ দোকান, ব্যাংকের শাখা বন্ধ দেখা গেছে;
বিএসএমএমইউতে গাড়িতে আগুন;
আজ সন্ধ্যা ৬টা থেকে কারফিউ;
কক্সবাজার
কক্সবাজারে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে একজন নিহত হয়েছেন
কক্সবাজার শহরে রবিবার বিকেলে বিক্ষোভকারীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান আমাদের স্টাফ রিপোর্টারকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
আহত অন্তত ১০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।
ঢাকা
আগামীকাল ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের এক দফা দাবিতে আগামীকাল (সোমবার) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছে।
তারা সারাদেশের শিক্ষার্থী ও জনগণকে ঢাকায় মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান।
ভোলা
ভোলায় আ.লীগ, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন
ভোলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
ভোলা সদরের ইউএনও সজল কুমার শীল জানান, নিহত ছাতা প্রস্তুতকারী মোঃ জসিম (৪০)।
বিকেলে ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলিবিদ্ধ অন্তত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সহিংসতার সময় আওয়ামী লীগের কার্যালয়সহ বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
শেরপুর
শেরপুরে তিনজন নিহত, অর্ধশতাধিক আহত হয়েছেন
শেরপুর জেলা শহরে পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে তিনজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।
শেরপুর জেনারেল হাসপাতালের সুপার আনোয়ার হোসেন তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে দুইজন হলেন- সদর উপজেলার পাকুরিয়া চৈতানখিলা এলাকার বাসিন্দা তুষার (২৪) ও মাহবুব (৩০)।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আটজন নিহত হয়েছেন
লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় আজ বুধবার ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারীদের সংঘর্ষে আটজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে তিনজন হলেন ওসমান গণি (23), মোঃ কাওসার (26) এবং আফনান (22) বলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা দ্য ডেইলি স্টারকে খবরটি নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে তিনজন নিহত হয়েছেন
কিশোরগঞ্জে আজ বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত ও শতাধিক আহত হয়েছেন।
সংঘর্ষের সময় আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে বিক্ষোভকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে থানায় ১৩ পুলিশ, কুমিল্লায় ১ পুলিশ নিহত হয়েছেন
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় আজ সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন।
পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
পিএইচকিউ আরও জানায়, কুমিল্লার এলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের আরেক সদস্য সহিংসতায় নিহত হয়েছেন।
নরসিংদী
নরসিংদীতে আওয়ামী লীগের ৬ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে
নরসিংদীতে আওয়ামী লীগ ও কোটা বিরোধী আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ছয় আওয়ামী লীগ নেতা পিটিয়ে নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
দুপুর ১টার দিকে নরসিংদীর মাধবদী পৌর ভবনের পাশে বড়ো মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহীদুল ইসলাম সোহাগের বরাত দিয়ে আমাদের প্রতিবেদক জানান।
ঢাকা
রাজধানীতে অন্তত ৩ জন নিহত হয়েছেন
ঢাকার ধানমন্ডি, গুলিস্তান ও ফার্মগেট এলাকায় সংঘর্ষে শিক্ষার্থীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন আব্দুল্লাহ সিদ্দিক (২৩), তাহিদুল ইসলাম (২২) ও রেজাউর রহমান (২৩)।
সিলেট
সিলেটে গুলিবিদ্ধ ৩ জন
গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত এবং পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।