বিশেষ প্রতিবেদকঃ প্রতিবারের ন্যায় এবারও সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে আসন্ন দূর্গা পূজা বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দিনাজপুর জলা পুজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম রায় জানান, এবার দিনাজপুর জেলায় ১৩টি উপজেলা মিলে ১২৪৭টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
সংখ্যার বিচারের সমগ্র দেশের মধ্যে দিনাজপুর জেলা ২য় বৃহত্তম জেলা যেখানে ১২৪৭টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজোর আর মাত্র চার দিন বাকি মণ্ডপে মণ্ডপে চলছে শিল্পীদের রংয়ের কাজ যেন দম ফেলার সময় নেই কোন শিল্পীর। মন্দিরের বাইরে চলছে বিভিন্ন রকমের ডেকোরেশনের কারুকাজে তাদের ও যেন দম ফেলার সময় নেই।
নবাবগঞ্জ উপজেলা উদ্যাপন পরিষদের সভাপতি ও দিনাজপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বিপ্লব কুমার সাহা জানান, জেলা ও উপজেলা শহরগুলির বিপনীবিতান ও সেজেছে রকমারি সাজে এ যেন মা দূর্গাকে বরণের সাজ। মা পৃথিবীতে এসে মানুষের মধ্যে যে আসুরিক প্রবৃত্তি আছে তা বিনাশ ঘটাবেন এটাই আমাদের কামনা।