14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সাবেক এমপির পুত্রবধূকে গুলি করে হত্যা

admin
October 8, 2015 10:29 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ খুলনায় সাবেক এক সংসদ সদস্যের (এমপি) পুত্রবধূকে নিজের ঘরে মাথায় গুলি করে হত্যা করেছে তার চাচাতো দেবর। বুধবার রাত সোয়া ৮টায় হত্যাকান্ড ঘটেছে মহানগরীর পুলিশ লাইন ইস্ট লেনের ১৩/১ নম্বর বাসায়। ঘটনার পর থেকে উধাও হয়ে গেছেন হত্যাকারী হেদায়েত মোল্যা। নিহত গৃহবধূর নাম রাব্বী সুলতানা লিপি। তিনি খুলনা-৪ আসনের (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) সাবেক সংসদ সদস্য মোল্যা জালাল উদ্দিনের ছেলে কামাল উদ্দিন হেলালের স্ত্রী। কামাল ও লিপি দম্পতির রাফসান নামে একটি পুত্র সন্তান রয়েছে। সে স্থানীয় স্কুলে চতুর্থ শ্রেণির ছাত্র। বর্তমানে কালাম উদ্দিন হজ পালনে সৌদি আরবে অবস্থান করছেন। খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কর্মকর্তারা ঘটনাস্থল পৌঁছেন।

বিষয়টি নিশ্চিত করে কেএমপির ডিআইজি মনিরুজ্জামান জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ শুরু করেছেন। স্থানীয়রা জানান, রাত সোয়া ৮ টার দিকে হঠাৎ করেই নগরীর পুলিশ লাইন ইস্ট লেনের ১৩/১ নম্বর বাসার পাঁচতলায় গুলির শব্দ পাওয়া যায়। সেখানে গিয়ে দেখা যায় রাব্বি সুলতানা লিপির মাথায় গুলিবিদ্ধ লাশ ঘরের পড়ে আছে। পুলিশকে খবর দেয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি শটগান পাওয়া যায়।

স্থানীয়দের দেয়া তথ্যমতে, রাত সোয়া ৮টার দিকে লিপি তার ছেলে রাফসানকে কোচিং সেন্টার থেকে নিয়ে বাসায় ফেরেন। তার আগে থেকেই লিপির বেডরুমে বসেছিলেন তার চাচাতো দেবর হেদায়েত মোল্যা। সে সময় তার হাতে ছিল লিপির স্বামীর শটগান। এক পর্যায়ে ছেলে রাফসান ও বোনের বাসায় বেড়াতে আসা লিপির ছোট বোন আঁখির সামনেই হেদায়েত শটগান দিয়ে গুলি ছোড়ে লিপির মাথায়। ঘটনাস্থলেই নিহত হন লিপি। তার মাথার মগজ ছিটকে পড়ে সারা ঘরে। ঘটনার পরেই পলিয়ে যায় হেতায়েত। পরিবারের লোকজনের অভিমত, শটগানে গুলি আছে কি নেই তা পরীক্ষা করতে গুলি ছোড়ে হেদায়েত। কিন্তু গুলিটি গিয়ে লাগে লিপির মাথায়।

http://www.anandalokfoundation.com/