13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র থেকে ৬টি সাবমেরিন হান্টার P-8I ক্রয়ের প্রক্রিয়া ভারতের

Rai Kishori
July 28, 2020 8:51 am
Link Copied!

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লংরেঞ্জ ডেডিকেটেড সাবমেরিন হান্টার P-8I ভারতের কাছে রয়েছে ৮টি। ১.৮ বিলিয়ন ডলার খরচ করে যুক্তরাষ্ট্র থেকে আরও ছয়টি সাবমেরিন হান্টার P-8I ক্রয়ের প্রক্রিয়া শুরু করেছে ভারত।

জানা যায়, পূর্বের অর্ডার করা ৪টি সাবমেরিন আগামী ডিসেম্বর থেকে ভারতে পাঠাবে। তখন ভারতে সাবমেরি এয়ারক্রাফটের সংখ্যা দাঁড়াবে ১২টি।

আর তারপর আরো ৬টি এধরনের এয়ারক্রাফ্ট আসবে। এগুলিকে অ্যান্টি শীপ মিসাইল, টর্পেডো দিয়ে আর্মড করা আছে। তাছাড়া এগুলিতে এমন সব সার্ভিল‍্যান্স গ‍্যাজেট রয়েছে, যা দিয়ে শুধু সমুদ্রেই নয়, হিমালয়ান অঞ্চলেও অপারেশন চালানো যায়।

আরও জানা যায়,  আরো একটি সারপ্রাইজ প‍্যাকেজ রয়েছে। ভারত ফাস্ট ট্র‍্যাক প্রসেস এ আমেরিকা থেকে খুব শীঘ্রই ছয়টি প্রিডেটর-বি কমবেট ড্রোন ক্রয় করতে চলেছে। মোট ত্রিশ টি কমবেট ড্রোন কেনার প্রক্রিয়া চলবে, তবে তাড়াতাড়ি হাতে পাওয়ার জন‍্য ছয়টিকে ফাস্ট ট্র‍্যাক পদ্ধতিতে কেনা হবে।

http://www.anandalokfoundation.com/