13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে সংখ্যালঘু সম্প্রদায়ের ভিক্ষুক বৃদ্ধার বাড়ী ভাংচুর

Link Copied!

 নওগাঁর সাপাহারে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ভিক্ষুক বৃদ্ধার বসবাসকৃত কুড়ে ঘর উচ্ছেদের উদ্দেশ্যে ভাংচুর করায় থানায় অভিযোগ করেছে ভুক্তভুগি বৃদ্ধা।
জানা গেছে, রোদগ্রাম নিবাসী মৃত: ছতিশ বর্মনের স্ত্রী নমশ্বরী বর্মন (৮৩) ২নং গোয়ালা ইউনিয়নের রোদগ্রাম মৌজার ২৮৩ নং দাগে মাটির তৈরি কুড়ে ঘরে দির্ঘ ১৫ বছর ধরে বসবাস করে আসছিলো।
গত ২৬,৩,২০২২ ইং তারিখে ঐ বৃদ্ধাকে মারধর করে সববাসকৃত ঘরের ও বারান্দার টিনের চাল ভেঙ্গে ফেলে পাশের পুকুরে ফেলে দেয় এবং ঐ বৃদ্ধাকে ভয়ভিতী দেখানোর পরে বাড়ী ছেড়ে চলে যেতে বলে। পরে ঐ বৃদ্ধা স্থানীয় থানায় অভিযোগ করলে ঘটনাস্থল পরিদর্শন করে বৃদ্ধার ঘরের চাল পুনরায় উঠানোর ব্যবস্থা করেন।

এবিষয়ে নমশ্বরী বর্মনকে প্রশ্ন করলে প্রতিবেদকের হাত ধরে কান্নায় ভেঙ্গে পরেন,তিনি জানান,বাবা আমার স্বামী অনেক বছর আগে মারা গেছে, আমার সন্তানরাও কেউ বেঁচে নেই, আমি ভিক্ষা করে কোন রকম খেয়ে না খেয়ে বেঁচে আছি এর মধ্যে মোজাম্মেল ও তার ভাই কামরুজ্জামান কালু আমাকে নিয়োমিত হুমকি দিচ্ছে বাড়ি ছাড়ার জন্য, এখন আমি তো
নিরাপত্তা হীনতায় ভূগছি, এবয়সে এখন আমি কোথায় যাবো।

প্রতিপক্ষ মোজাম্মেল ও তার ভাই কামরুজ্জামান কালু মারধরের বিষয়টি অস্বিকার করেন। এবিষয়ে স্থানীয় ২নং ইউপি চেয়ারম্যান কামরুজ্জান এর সাথে কথা হলে তিনি বলেন ঐবৃদ্ধারকেউ নেই, দির্ঘদিন থেকে ওখানে বসবাস করছেন এবং ভিক্ষা করে কোন রকম জীবন যাপান করেন।
সোমবার দুপুরে এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, প্রাথমিক ভাবে আমরা ঐবৃদ্ধার ঘরের চাল উঠানোর ব্যবস্থা করেছি, আর জায়গাটার কাগজ পত্রের একটু সমস্যা আছে, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ঘটনাটি ঘটেছে রোদগ্রাম হিন্দু পাড়ায়।

http://www.anandalokfoundation.com/