ঢাকা

সাকোয়া ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত 

Link Copied!

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ডিগ্রি কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করা হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারী) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে কলা, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।
কলেজ অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি  মো সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ।
এসময় জিপি সদস্য মো. শরিফুল ইসলাম, জিপি সদস্য চিত্ত রঞ্জন মারু, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আল্লামা রেজা পাহালবী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হাকিম খন্দকার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম সোহাগ, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক শাহীনূর ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় জিপি সদস্য মোঃ সায়ফুল্লাহ, জিপি সদস্য ডাঃ মোঃ ওবায়দুল হক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কানিজ আক্তার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রব, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক প্রফুল্ল চন্দ্র, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মানিকুল হায়দার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এন এ রবিউল হাসান লিটন, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক নিক্রম চন্দ্র, প্রাণী বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডি এম জফির হোসেন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম সারোয়ার, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিপুল চন্দ্র, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক আমানুল্লাহ, জিপি সদস্য বিভিন্ন বিভাগের সহকারী অধ্যাপক, প্রভাষক, অফিস সহায়কসহ নবীন ও প্রবীন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এসময় সাকোয়া ডিগ্রি কলেজের তিনজন মেধাবী শিক্ষার্থীকে ‘বদেশ্বরী-সাকোয়া ট্রাস্ট’ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
http://www.anandalokfoundation.com/