13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সহজেই কাটুন কাচের বোতল

admin
August 8, 2016 12:45 pm
Link Copied!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আপনান কি জানা আছে কাচের বোতল কাটবেন কিভাবে? কাচ কাটার জন্য তো ধারালো ছুরি হলেই হয়ে যায় না।পানি আর তেল দিয়ে কিভাবে কাচের বোতল কাটা যায় তাই আজকে শেখার বিষয়। চলুন, ঝটপট শিখে নেই পানি ও তেল দিয়ে কাচ কাটার কৌশল।

প্রয়োজনীয় উপকরণঃ

১. পানি
২. তেল
৩. কাচের বোতল
৪. একটি গোল আকৃতির বাটি
৫. একটি ছোট ব্লেড

কার্যপ্রণালীঃ

প্রথমে কাচের বোতলটি যেখানে কাটতে চান সে পর্যন্ত পানি দিয়ে পরিপূর্ণ করুন। এবার বোতলটিকে গোল আকৃতির বাটিতে রাখুন। এবার বোতলের যে অংশ পর্যন্ত পানি রয়েছে বাটির পানিও সে পর্যন্ত করুন। বাটির ভেতরে পানির উপরে সবজায়গাতেই তেল ছিটিয়ে দিন।

এবার ব্লেডটিকে অন্য কোন হাতল দিয়ে ধরে আগুনে উত্তপ্ত করুন। ততক্ষণ পর্যন্ত উত্তপ্ত করুন যতক্ষণ না ব্লেডটিতে আগুনের লাল শিখা দেখা দেয়। ব্লেডটি উত্তপ্ত হয়ে গেলে ব্লেডটির উত্তপ্ত অংশটি তেলযুক্ত পানিতে রাখুন। ম্যাজিক। কিছুক্ষণ পরেই দেখবেন কাচের বোতলটি দ্বিখন্ডিত হয়ে গেছে।

এবার কাচের বোতল কাটুন মন মতো এবং যেখানে ইচ্ছে সেখানে ব্যবহার করুন।

http://www.anandalokfoundation.com/