ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সনাতনীদের গরুর মাংস পরিবেশন করায় ৫ জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

ডেস্ক
March 24, 2023 10:50 am
Link Copied!

কক্সবাজার সরকারী কলেজর হীরক জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত মিলন মেলা অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রী ও আমন্ত্রিত গন্যমান্য ব্যক্তিবর্গের মাঝে খাসির মাংসের কথা বলে গরুর মাংস পরিবেশন করায় উদযাপন কমিটির ৫ দায়িত্বশীল ব্যবস্থাপনা কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ।

বৃহস্পতিবার(২৩ মার্চ) বুলবুল তালুকদারের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট হিন্দু আইনজীবি পরিষদের সভাপতি এবং বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)র সাধারন সম্পাদক অ্যাড. সুমন কুমার রায়।

যাঁদের নোটিশ পাঠানো হয়েছে— ১। হীরক জয়ন্তী উদযাপন পরিষদ চেয়ারম্যান কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও কক্সবাজার পৌরসভা মেয়র জনাব মুজিবুর রহমান, ২।হীরক জয়ন্তী উদযাপন পরিষদ কো- চেয়ারম্যান ও কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক গিয়াস উদ্দিন, ৩। হীরক জয়ন্তী উদযাপন পরিষদ সদস্য সচিব ও কক্সবাজার সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফজলুল করিম,  ৪। হীরক জয়ন্তী উদযাপন পরিষদ আহবায়ক ও সহকারী অধ্যাপক মাহমুদুল হক চৌধুরী ও ৫। হীরক জয়ন্তী উদযাপন পরিষদ সদস্য সচিব ও সহকারী অধ্যাপক মুহম্মদ উল্লাহ।

নোটিশ দাতা ও কোটি কোটি সনাতনী সম্প্রদায়ের ভাবাবেগ ও সনাতন ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন পূর্বক সামাজিক যোগাযোগ ও মিডিয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করে, কেন আপনি/আপনাদের বিরুদ্ধে সনাতন ধর্মালম্বীয় অনুভূতিতে আঘাতের জন্য দেশে প্রচলিত যে কোন দেওয়ানী ও ফৌজদারী আদালতের আশ্রয় গ্রহণ করা হইবে না আপনাকে নির্দোষ দাবী করিয়া তাহার ব্যাখ্যা ও জবাব নোটিশ প্রাপ্তির ১৫(পনের) দিনের মধ্যে নোটিশ দাতাকে অবগত করানোর জন্যে অনুরোধ করা গেল। অন্যথায়, আপনি/আপনাদের বিরুদ্ধে দেশে প্রচলিত দেওয়ানি ও ফৌজদারী আইন মোতাবেক বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা আনয়ন করিয়া প্রতিকার প্রার্থনা করিতে বাধ্য হইবে। যাহার সকল দায়-দায়িত্ব আপনি/আপনাদের অত্র লিগ্যাল নোটিশ গ্রহিতার উপর সম্পূর্ণভাবে বর্তাইবে।

নোটিশে বলা হয়েছে, কক্সবাজার সরকারি কলেজ প্রতিষ্ঠানটি সকল ধর্মের মানুষ স্বতঃস্ফুর্তভাবে যোগদান করবে এটা স্বাভাবিক।  হীরক জয়ন্তী উপলক্ষে মিলন মেলায় খাদ্য তালিকায় বিভাজন সৃষ্টি করিয়া সু-কৌশলে সরকারি কলেজের পরিবারের মধ্যে সনাতনী ও মুসলিমদের মাঝে দেয়াল তৈরি করিয়াছে যা বঙ্গন্ধুর স্বাধীন বাংলাদেশে কোন মতেই কাম্য নয়।

নোটিশে আরও বলা হয়, এমন একটি পবিত্র অনুষ্ঠানে মুসলমান সম্প্রদায়ের জন্য “গরুর মাংস” ও সনাতনী ভাইদের জন্য “খাসীর মাংস” আলাদা আলাদা খাবার ব্যবস্থা ও বসার ব্যবস্থা অনুষ্ঠানকে শুধু মাত্র ম্লানই করেনি, অত্র অনুষ্ঠানের উদ্‌যাপন কমিটির সদস্যদের সাম্প্রদায়িক মনোভাব সুস্পষ্টভাবে প্রকটিত করিয়াছে। উপস্থিত অনেকেই মনোকষ্ট, ক্ষোভ ও ঘৃণা সহকারে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। যা এই মহৎ অনুষ্ঠানের সৌন্দর্য্যকে নষ্ট করিয়াছেন, শুধু তাই নয় একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য জেলা হিসেবে কক্সবাজার জেলার সুনামকে ক্ষুণ্ণ করিয়াছেন যাহা বাংলাদেশের ইতিহাসে কলংকজনক অধ্যায় হিসেবে ভবিষ্যতে চিহ্নিত হইবে।

Legal notice against 5 people for serving beef to Sanatani

নোটিশে আরও বলা হয়েছে, অসাম্প্রদায়িক স্বাধীন বাংলাদেশে সনাতনী সম্প্রদায়কে সমাজে হেয় প্রতিপন্ন করার নিমিত্তে সুকৌশলে পূর্ব পরিকল্পিতভাবে কক্সবাজার সরকারী কলেজের হীরক জয়ন্তী উদ্‌যাপনের মতো একটি সার্বজনীন মিলন মেলায় মুসলমান সম্প্রদায়ের মাজেহ গরুর মাংস ও সনাতনী সম্প্রদায়ের জন্য খাসীর মাংস এর পরিবেশনের নামে সনাতনী সম্প্রদায়ের মাঝে গরুর মাংস পরিবেশন ছিল একটি সাম্প্রদায়িক দূরভিসন্ধিমূলক সুপরিকল্পিত চক্রান্ত। বিশ্বের কোটি কোটি সনাতন ধর্মালম্বী মানুষ চরম ভাবে হতাশ, মর্মাহত, হতভম্ব ও আহত হইয়াছে।  সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহারই ব্যাপক ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। যা কোটি কোটি সনাতনী সম্প্রদায়ের অনুভূতিতে চরম আঘাতের শামিল ও মানহানিকর বটে। যা স্বাধীন বাংলাদেশের সংবিধান পরিপন্থী বটে।

লিগ্যাল নোটিশে আরও উল্লেখ করেন, বাংলাদেশ বসবাসরত সকল সম্প্রদায়ের মাঝে একটা চির ধরাইয়াছেন যাহা অসাম্প্রদায়িক বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের সংবিধানের সম্পূর্ণ পরিপন্থি এবং পূর্ব পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার মানসে বর্তমান মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার একটি নীল নকশা ও অপকৌশল মাত্র।

http://www.anandalokfoundation.com/