মাগুরা প্রতিনিধি : মাগুরা-যশোর সড়কের শালিখার শতখালী নতুন হাট এলাকায় রবিবার সকালে ঢাকাগামী একে ট্রাভেলস’র বাসের চাকায় পৃষ্ট হয়ে রঘু পাটোয়ারী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
শালিখা থানার ওসি আবু জিহাদ জানান, রবিবার সকাল ১০টার দিকে নতুন হাটে রাস্তা পার হওয়ার সময় একে ট্রাভেলস পরিবহনের একটি বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনা স্থলে রঘু পাটোয়ারী নিহত হন। তার বাড়ি বাঘারপাড়া উপজেলার রশিমপুর গ্রামে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।