ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেক্স
December 7, 2021 3:00 pm
Link Copied!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ হিরোন আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। আটক হিরোন আলী উপজেলার রাতোয়াল গ্রামের মৃত আয়েজ উদ্দীনের ছেলে।

থানা পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার আবাদপুকুর বাজারে মাদক বিক্রি হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই জহুরুল ইসলাম অভিযান পরিচালনা করেন। এ সময় হিরোনকে আটককালে তার নিকট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, আটক হিরোনের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/