রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানাকে বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে দুই কর্মী আহত হওয়ার পর তাকে বহিষ্কার করা হয়েছে। সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাজুকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।
শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ছাত্রলীগের শৃঙ্খলা ভাঙার দায়ে রাবি বর্তমান ছাত্রলীগ সভাপতি এম মিজানুর রহমান রানাকে অব্যাহতি দেয়া হয়েছে। শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।
সোহাগ আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগে শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো জায়গা কখনো হয়নি। এখনও তার ব্যতিক্রম হবে না।