বিশেষ প্রতিবেদকঃ সারাদেশে ১০ হাজার ৪১৪টি পরিত্যক্ত বাড়ি রয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় ৬ হাজার ৪০৬টি পরিত্যক্ত বাড়ি রয়েছে, বললেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
গতকাল সোমবার সংসদে জাতীয় পার্টির সদস্য নূরুল ইসলাম মিলনের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, ঢাকা জেলার এসব বাড়ির মধ্যে গেজেটে প্রকাশিত ‘ক’ তালিকাভুক্ত বাড়ির সংখ্যা পাঁচ হাজার ২৮টি এবং ‘খ’ তালিকাভুক্ত বাড়ির সংখ্যা এক হাজার ৪৩৯টি।
তিনি বলেন, ঢাকার এসব পরিত্যক্ত বাড়ির মধ্যে বিক্রয় তালিকাভুক্ত বাড়ির সংখ্যা ৪ হাজার ৭৮২টি এবং সংরক্ষিত তালিকাভুক্ত বাড়ির সংখ্যা ২১৫টি। দলিল সম্পাদিত বাড়ির সংখ্যা দুই হাজার ৬৮৯টি এবং এক হাজার ১১টি বাড়ি অবমুক্ত করা হয়েছে। ৬৬টি বাড়ি অবৈধ বসবাসকারীদের দখলে রয়েছে এবং ৯৯৯টি বাড়ির বিপরীতে মামলা চলছে। বাকি এক হাজার ৪৮৭টি বাড়ি ডি.এন গ্রহিতা ও বরাদ্দপ্রাপ্তদের কাছ থেকে বা আদায়ের মাধ্যমে বিক্রয়ের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
গণপূর্তমন্ত্রী বলেন, এর বাইরে নারায়ণগঞ্জে ৬২টি, গাজীপুরে তিনটি, নরসিংদীতে দুইটি, রাজবাড়ীতে ৩৬টি, রাজশাহীতে ২২৮টি, নাটোরে সাতটি, চাঁপাইনবাবগঞ্জে ১৬টি, নওগাঁয় ৩০টি, পাবনায় ১২৩টি, সিরাজগঞ্জে ১৩টি, বগুড়ায় ২৮০টি, জয়পুরহাটে ১টি, খুলনায় এক হাজার ৪২১টি, বাগেরহাটে একটি, যশোরে ৯২টি, কুষ্টিয়ায় ৫০৭টি, চুয়াডাঙ্গায় ২৭টি, চট্টগ্রামে ৩৫৩টি পরিত্যক্ত বাড়ি রয়েছে।
তিনি বলেন, বর্তমানে পরিত্যক্ত বাড়ি-ঘর শুধুমাত্র শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বরাবরে বরাদ্দ প্রদান করা হয়ে থাকে।