বিশেষ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কে কোন দল করে আমি সেটা দেখিনা দেখবো না, যে অপরাধী সে অপরাধী। সেই অপরাধীর বিচার হবে।
সংসদে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যকালে প্রধানমন্ত্রী বহুল আলোচিত সিলেটের খাদিজাকে কুপিয়ে হত্যার ঘটনা প্রসঙ্গে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সিলেট এমসি কলেছের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে হত্যা চেষ্টার কথা উল্লেখ করে বলেছেন, এখানে কোনো দলীয় কোন্দল ছিল না বা দল হিসেবে কেউ মারতে যায়নি।
কিছু পত্রিকা এবং কিছু লোক এটাকে দলীয় হিসেবে প্রচার করার চেষ্টা করছে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, দলীয় হিসেবে আমরা তাদেরকে প্রশ্রয় দিচ্ছি না।
এ ঘটনার ব্যাপারে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আমার প্রশ্ন তারা যখন জীবন্ত মানুষের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারলো সেই কথা কি ভুলে যাচ্ছে? আমি যদি বলি, এভাবে প্রকাশ্যে মানুষ হত্যা করা এটাতো এরাই শিখিয়েছে। বিএনপি জামায়াতই শিখিয়েছে। এরাই পথ দেখিয়েছে। নৃশংসতা করে করে মানুষের ভিতরে একটা পশুত্বের জন্ম দিয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এসময় বৈঠকে সভাপতিত্ব করছিলেন।
তিনি ভারত ও পাকিস্তান উভয় দেশকে সংযত আচরণ করার আহবান জানিয়ে বলেন, সংঘাত হলে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে। তারা যেন কোনো রকমের উত্তেজনা সৃষ্টি না করে, যাতে দক্ষিণ এশিয়ার মানুষগুলো কষ্টে না পড়ে।
প্রধানমন্ত্রী বলেন, মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে এটা অত্যন্ত দু:খজনক। যেমন আমরা দেখলাম সিলেটে একটি মেয়েকে কিভাবে কোপানো হলো। আমার অবাক লাগে যখন এই ছবিটা দেখি, মানুষ দাঁড়িয়ে আছে, দেখছে, ভিডিও তুলছে কিন্তু মেয়েটাকে বাঁচাতে কেউ গেল না, বাঁচাতে চেষ্টা করলো না! কেন এই মানবিক মূল্যবোধগুলো হারিয়ে গেল, কেন কেউ সেখানে গেলনা- সেটাই আমার প্রশ্ন।
তিনি বলেন, যাই হোক, আমরা অপরাধীকে ধরেছি। আমি জানি কোনো কোনো পত্রিকায় আসছে, অমুক দল করে, তমুক দল করে। এখানে কোনো দলীয় কোন্দল ছিল না বা দল হিসেবে কেউ মারতে যায়নি। কেন মারতে গেছে সেটাতো পেপারেই এসেছে। সে প্রেম নিবেদন করেছে, মেয়ে প্রত্যাখ্যান করেছে, সেজন্য হত্যা করতে গেছে। কিন্তু সেজন্য কি একটা মানুষকে হত্যা করতে হবে? আর কিছু পত্রিকা এবং কিছু লোক এটাকে দলীয় হিসেবে প্রচার করার চেষ্টা করছে।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের দু:খ লাগে যখন আমরা দেশের উন্নয়ন করছি, দেশের জন্য কাজ করছি তখনো কিছু কিছু মানুষের কর্মকাণ্ড মানুষকে দু:খ দেয় কষ্ট দেয়। ২০১৪ সালের নির্বাচনের কথা যদি মনে করি। সেই নির্বাচন ঠেকানোর নামে বিএনপি জামায়াত জোট যেভাবে মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। যানবাহনে আক্রমণ করেছে। জীবন্ত মানুষগুলো আগুনে দগ্ধ হয়েছে। আবার ২০১৫ সলে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বিএনপি নেত্রী প্রতিজ্ঞা করলেন আওয়ামী লীগ সরকার উৎখাত না করে ঘরে ফিরবেন না। তার আন্দোলন ছিল মানুষ পুড়িয়ে মারা। কি লাভ হয়েছে তার? আমার একটাই প্রশ্ন, অনেক সময় তারা অভিযোগ করে তাদের বিরুদ্ধে মামলা। যারা মানুষকে পুড়িয়ে মেরেছে তাদের কি বিচার হবে না। যারা পোড়া ঘা নিয়ে আজকে বেঁচে আছে তাদের কি বিচার পাওয়ার অধিকার নেই? যারা মানুষ মারার সাথে জড়িত, যারা জাতীয় সম্পদ ধবংস করেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বিচার অবশ্যই হবে। এই বিচার বাংলার মাটিতে হবে।
শেখ হাসিনা বলেন, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মহল তা স্বীকার করতে বাধ্য। দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি প্রবৃদ্ধি বৃদ্ধি, মূল্যস্ফিতি কমিয়ে আনা, কর্মসংস্থানের ব্যবস্থা করা, দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, মাথাপিছু আয় বৃদ্ধি,মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, দারিদ্র্যের হার কমিয়ে আনার কথা উল্লেখ করে সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিস্তারিত বিবরণ তুলে ধরেন।