যশোর প্রতিনিধি: ফেনসিডিলসহ নজরুল ইসলাম ওরফে নজু নামে এক ইউপি সদস্যকে ফেনসিডিলসহ আটকের দাবি করেছে পুলিশ। বৃহস্পতির গভীররাতে তাকে যশোর শহরের রেলগেট এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। নজু শার্শার সদর ইউনিয়ন পরিষদের সদস্য এবং পান্তাপাড়া এলাকার ফজর আলীর ছেলে।
কোতয়ালী থানার এসআই ফজলুল হক থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে নজরুল ইসলাম একটি ব্যাগ নিয়ে রেলগেট এলাকায় ভুঁইয়া ডিপার্টমেন্টাল স্টোরের সামনে দাঁড়িয়ে ছিলেন। সে সময় তাকে আটক এবং ব্যাগ তল্লাশ করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
তবে, তার পরিবারের লোকজন জানিয়েছে, নজুকে শার্শা থেকে বৃহস্পতিবার রাতে আটক করে যশোরে নেওয়া হয়। এরপর শুক্রবার ৫০ বোতল ফেনসিডিলসহ আটক দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। নজরুলের কাছে কোনো ফেনসিডিল ছিল না। তবে, শার্শার পান্তাপাড়া এলাকার একটি সূত্র জানিয়েছে, ইউপি সদস্য হলেও তিনি ফেনসিডিল ব্যবসায়ের সঙ্গে জড়িত।