যশোর অফিসঃ যশোরে বিজিবি ও পুলিশের হাতে ৫ কোটি ২০ লক্ষাধিক টাকার ১৩ কেজির অধিক পরিমানের ১২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে। এ সময় এক জনকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত ব্যক্তি যশোর বেনাপোল পোর্ট থানার অন্তর্গত পুটখালী পূর্ব পাড়ার আব্দুস সাত্তারের ছেলে তৌহিদুল ইসলাম।চলতি বছরে যশোর জেল দিয়ে সবচেয়ে স্বর্ণের বড় দু’টি চালান উদ্ধার হয়েছে।
জেলা পুলিশ সুত্রে জানাগেছে,গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) যশোরের বাঘারপাড়ায় পুলিশের হাতে আটক হওয়া প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ১২ কেজি ৮৩ গ্রাম ওজনের ১১০ পিস সোনার বার উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার রাতে যশোর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ((ঢাকামেট্রো-গ-১৩-৯৫৪০) প্রাইভেটকারটিতে তল্লাশি চালানো হয়।বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ ছয়রুদ্দিন আহমেদ জানান, ‘যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএমআরিফুল হক এর উপস্থিতিতে শুক্রবার রাতে প্রাইভেটকারটিতে তল্লাশি চালানো হয়। কারের গিয়ার বক্সের ভিতরে বিশেষ কায়দায় সোনার বারগুলো ১১টি প্যাকেটে লুকিয়ে রাখা ছিল। সেখান থেকে মোট ১১০টি সোনার বার উদ্ধার করে।
ওসি আরো জানান, প্রাইভেটকারের মালিক খুলনার তৌহিদুর রহমানকে আটকে পুলিশের অভিযান চলছে।সুত্রটি আরো জানায়, গত ২ সেপ্টেম্বর সকালে খুলনা নগরীর দুই নম্বর কাস্টম ঘাটের মৃত রেজোয়ান খানের ছেলে তৌহিদুর রহমান খান (৪৬) নড়াইলের কালনাঘাট এলাকা থেকে একটি প্রাইভেটকারযোগে খুলনার উদ্দেশে যাচ্ছিলেন।নড়াইল-যশোর সড়কের গাবতলা ব্রিজের কাছে পৌঁছালে দুটি মোটরসাইকেলে ৫/৬ সন্ত্রাসী নামধারী ডিবি পুলিশ পরিচয়ে ব্যক্তিরা তাদের গতিরোধ করে। পরে প্রাইভেটকারের ড্রাইভার মালেকের হাতে হাতকড়া পরিয়ে দেন। ‘গাড়িতে অবৈধ সোনা রয়েছে এবং থানায় নিয়ে গাড়ি তল্লাশি করা হবে’ বলে মিজান নামে যশোরের ঝিকরগাছা থানার কনস্টেবল প্রাইভেটকারটি তার নিয়ন্ত্রণ নেয়। পিস্তল দেখিয়ে সবাইকে চুপ করে বসে থাকতে বলে মিজান নিজেই গাড়িটি চালিয়ে নিকটস্থ একটি ইটভাটায় নিয়ে যান। সেখানে গাড়ির ড্রাইভার ও আরোহীকে বেধড়ক পেটানো হয়। এ সময় তাদের কাছে থাকা নগদ চার হাজার ৭০০ টাকা ও দুটি মোবাইলফোন ছিনিয়ে নেয়।এরপর আবার গাড়ি চালিয়ে তারা বসুন্দিয়ার দিকে আসতে থাকে। পথে ধলগ্রাম রাস্তার মোড়ে বাঘারপাড়া থানাধীন ভিটাবল্লা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তরুণ কুমার কর গাড়িটি চ্যালেঞ্জ করে। অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেলে গাড়িটি অনুসরণ করা সহযোগীরা পালিয়ে যায়। এ সময় পুলিশ মিজানুর রহমানকে আটক করে।
জিজ্ঞাসাবাদে মিজান জানান, তিনি পুলিশের কনস্টেবল। তার পোস্টিং ঝিকরগাছা থানায়। (কনস্টেবল নম্বর ৫০৬)। তিনি নড়াইলের নড়াগাতি থানার নয়নপুর গ্রামের মৃত মোক্তার শেখের ছেলে। ছিনতাইয়ের ঘটনায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) ওয়াচার সাতক্ষীরায় কর্মরত লিপ্টন, পাবনার সুজানগর থানার কনস্টেবল রুবায়েত হোসেন (নম্বর-৬৯৪), অভয়নগরের মোশাররফ ও আশরাফ নামে দুই ব্যক্তি জড়িত বলে স্বীকার করেন মিজান।এ ঘটনায় তৌহিদুর রহমান খান বাদী হয়ে সেই রাতে বাঘারপাড়া থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। পুলিশ মিজানকে এ মামলায় আটক করে থানায় রাখে। কিন্তু পরদিন ভোরে কনস্টেবল মিজান থানা থেকে কৌশলে পালিয়ে যান।আসামি পালানোর খবর পেয়ে ৩ সেপ্টেম্বর সকালে বাঘারপাড়া থানায় যান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক ও সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন।
দায়িত্বে অবহেলার কারণে বাঘারপাড়া থানার ওসি কাইয়ুম আলী সরদার, এএসআই নাসির ও কনস্টেবল ওলিয়ার রহমানকে ৩ সেপ্টেম্বর বিকেলে পুলিশ সুপার আনিচুর রহমান পুলিশ লাইনে ক্লোজ করেন।প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া স্বর্নের ব্যাপারে সংশ্লিষ্ট থানায় স্বর্ন পাচার আইনে মামলার প্রস্তুুতি চলছে।অপর দিকে, ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের সদস্যরা শনিবার দুপুরে পুটখালি বটতলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ তৌহিদুল নামে এক যুবককে আটক করেছে। আটক অহিদুল ইসলাম (২৯) পুটখালি গ্রামের পূর্বপাড়ার আব্দুস সাত্তারের ছেলে ।
২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের কমান্ডার সুবেদার শফি উদ্দিন হাওলাদার সাংবাদিকদের বলেন, শনিবার দুপুরে সোনার একটি বড় চালান শার্শার পুটখালি সীমান্ত দিয়ে ভারতে পাচার হবে, এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির টহলদল দুপুরে পুটখালি বটতলায় ওৎ পেতে থাকে। এসময় তৌহিদুল বাইকে বেনাপোল থেকে পুটখালির দিকে যাচ্ছিল। তকে আটকিয়ে দেহ তল্লাশি করে ১০টি সোনার বার উদ্ধার করে। যার ওজন ১কেজি ও বাজার মূল্য প্রয় ৪০ লাখ টাকা।
আটক তৌহিদুল ইসলাম জানায়, সে ছিল স্বর্ন বহনকারি একজন জোন। স্বর্নের প্রকৃত মালিক পুটখালি গ্রামের আলতাফ সর্দারের ছেলে কামাল হোসেন। বিজিবি আটক অহিদুল ইসলামকে পোর্ট থানায় সোপর্দ করেছে এবং এ ব্যাপারে মামলা হচ্ছে বলে বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান নিশ্চিত করেছেন।পুলিশ ও বিজিবি’র হাতে উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৫ কোটি ২০ লক্ষাধিক টাকাদেশের যশোর সীমান্ত দিয়ে স্বর্ণের বড় দু’টি চালান ধরা পড়ায় স্বর্ণ পাচারকারীরা চরম সর্তকতা অবস্থা নিয়েছে বলে সুত্রগুলো জানিয়েছেন।