14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যত্রতত্র পশু জবাই: সাড়া মেলেনি নির্দিষ্ট স্থানে কোরবানির

admin
September 26, 2015 12:46 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করার জন্য রাজধানীর দুই সিটি করপোরেশনের উদ্যোগে  তেমন সাড়া  মেলেনি। অধিকাংশ রাজধানীবাসীই বাসার নিচের গ্যারেজ, খালি জায়গা, রাস্তা ও গলির ওপর  কোরবানি দেন। তবে উদ্যোগকে স্বাগত জানিয়েছে অধিকাংশ নগরবাসী।শুক্রবার রাজধানীর মগবাজার, মালিবাগ, কমলাপুর, খিলগাঁও, নয়াপল্টন, পুরানা পল্টন,  সেগুনবাগিচা, আজিমপুর, সাতমসজিদ রোড, গ্রিন  রোড, ফার্মগেট এলাকাগুলোর  বেশির ভাগ ‘নির্ধারিত’ স্থানে কোরবানির পশুর জবাই হয়নি। তবে গ্রিন রোডে নির্ধারিত স্থানে  কোরবানির পশু জবাই করা হয়। কিন্তু  সেই সংখ্যা হাতে গোনা।নির্ধারিত স্থানে  কেন কোরবানি করছেন না, জানতে চাইলে মগবাজারের শামসুদ্দিন নামের এক ব্যবসায়ী বলছেন,  কোরবানি করার জায়গা কোথায়, সেটাও জানি না। কাছে হলে নিশ্চয় জানতাম। তবে সিটি করপোরেশনের এই উদ্যোগ অনেক ভালো। হয়তো আগামীতে সবাই মানবে।

মধুবাগে মওলানা আরিফুর রহমান বলেন, মধুবাগ মাঠে কোরবানি করার নির্ধারিত জায়গা। সকাল  থেকে সেখানে কেউ যায়নি। তারপর আমি অন্য জায়গায় গিয়ে পশু  কোরবানি শুরু করছি।আজিমপুর এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার ওপর শামিয়ানা টাঙিয়ে চামড়া কেনা- বেচা চলছে। তবে কোরবানি  দেওয়ার নির্ধারিত জায়গা সম্পর্কে  কেউ জানে না। অথচ ওই এলাকার  কোরবানির নির্ধারিত স্থান হচ্ছে আজিমপুর কলোনির ভেতর বিভিন্ন খেলার মাঠ, পলাশী আজাদ স্টাফ কোয়ার্টারের  খোলা জায়গা, আজিমপুর ছাপড়া মসজিদসংলগ্ন আজিমপুর জনকল্যাণ সমিতির অফিস, আজিমপুর গার্লস সরকারি স্কুল ও কলেজের  ভেতরে মাঠ। কিন্তু এসব জায়গার কোথাও কোরবানি  দেওয়ার দৃশ্য চোখে পড়েনি।এই এলাকার বাসিন্দা মওলানা সালাউদ্দিন আহমেদ বলেন, কোরবানি দেওয়ার নির্ধারিত স্থানে মানুষ কম থাকে। এ কারণে ওই স্পটে মানুষ কোরবানি দেয়নি বলে তিনি মনে করেন।

রাজধানীর ১০ নম্বর ওয়ার্ডের মতিঝিল বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকায় নির্ধারিত স্থানে কাউকে কোরবানি দিতে কাউকে দেখা যায়নি। বাংলাদেশ ব্যাংক কলোনির শাহজাদা ইসলাম বলেন, মাইকে কইয়া গেছে এই জায়গায় কোরবানি দিতে। কিন্তু দুপুর পর্যন্ত এখানে কেউ আসেনি।রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ  রোডেও কেউ সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে পশু জবাই করেনি। এভাবে পশু জবাইয়ের জন্য ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন ৫৩৫টি স্থানে কোরবানি দেওয়ার উদ্যোগ তেমন সাড়া  মেলেনি। তবে কসাইখানা ও আবাসিক এলাকাতে নির্ধারিত স্থানগুলোতে কম হলেও মানুষ কোরবানি দিয়েনির্ধারিত স্থানে গরু  কোরবানি দিতে রাজধানীর ৫৩২ টি স্থান নির্ধারণ করে  দেয় ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশন। এসব নির্ধারিত স্থানে পশু কোরবানি দিতে ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে অনুরোধও করা হয় দুই সিটি কর্পোরেশনের পক্ষ  থেকে। কিন্তু এ অনুরোধ উপক্ষো করে ঈদের জামাত  শেষে মুসল্লিরা যত্রতত্র পশু  কোরবানি দিয়েছেন। তাদের অভিযোগ সিটি কর্পোরেশনের অনুরোধ বা ঘোষণা সম্পর্কে তারা কিছুই জানেন না।শুক্রবার ঈদুল আজহার দিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্যই  চোখে পড়েছে। অধিকাংশ মুসল্লিই সিটি করপোরেশন নির্ধারিত স্থানে পশু জবাই করেনি নি।

রাজধানীর বনশ্রীর প্রধান সড়কে ঝিলের পাশে সিটি কর্পোরেশন পশু কোরবানির জন্য নির্ধারিত স্থান করে দিলেও সেখানে মাত্র ৭টি পশু কোরবানি দিতে দেখা গেছে। তবে বনশ্রী রোডের পাশে আইডিয়াল স্কুলের সামনে থেকে রাস্তার পাশ দিয়ে অসংখ্য পশু কোরবানি দিয়েছেন মুসল্লিরা। এখানে কোরবানি দিতে এসেছিলেন হাবিব নামের এক মুসল্লি। তার কাছে জিজ্ঞেস করা হয়- আপনি  যেখানে পশু জবাই দিচ্ছেন তার পাশেই সিটি কর্পোরেশন নির্ধারিত স্থান রয়েছে তাহলে আপনি মেইন রোডের পাশে কোরবানি দিচ্ছেন কেন? এমন প্রশ্নের জবাবে হাবিব বলেন, বিষয়টি আমি জানতাম না। জানলে এখানে কোরবানি দিতাম না।সিটি কর্পোরেশনতো মিডিয়ায় প্রচার চালিয়েছে আপনি বিষয়টি লক্ষ করেন নি? তিনি বলেন, ‘ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশন যে প্রচারণা চালিয়েছে তা আমাদের চোখেই পড়েনি। আর আমি গরু কেনা নিয়ে ব্যস্ত ছিলাম। তিনি জানান, স্থানীয় কাউন্সিলররা মাইকে ঘোষণা দিলে মিডিয়ার চেয়ে প্রচারণা ভালো হতো।

রাজধানীর মেরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরটি সিটি কর্পোরেশন নির্ধারিত পশু কোরবানির স্থান  হলেও মাত্র ৮টি পশু  সেখানে কোরবানি করা হয়েছে। আর বাকিগুলো রাস্তার দুই পাশেই জবাই হয়েছে। এমনকি বাড়ির সামনের জায়গায়ও কোরবানি দিয়েছেন অনেকে।মেরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উত্তর পাশে রাস্তার ওপর পশু কোরবানি দিয়েছেন সিরাজুল ইসলাম। তিনিও জানালেন, সিটি করপোরেশন যে মেরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর পশু কোরবানির জন্য নির্ধারণ করে দিয়েছে তা জানতেন না। তিনি বলেন,‘এখানেইবা কোরবানি দিলে সমস্যা কোথায়। আমরাতো কোরবানির পর পশুর রক্ত পানি দিয়ে ধুয়ে মুছে দিচ্ছি। এদিকে পশু জবাইয়ের জন্য রাজধানীর মেরাদিয়া হাটের খালি জায়গা,  মেরাদিয়া আইনউদ্দিন সড়ক, ভূইয়া পাড়া গার্ডেন  রোড, নবীনবাগ ওয়াসা রোড, ৪ নং ওয়ার্ডের বাসাবো খেলার মাঠ ও দক্ষিণ বাসাবো ১নং হোল্ডিং মেইন রোড, বাসাবো সিনেমা হলের সামনে ওয়াসা রোড, মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠ, মাদারটেক চৌরাস্তা, ৫ নং ওয়ার্ডের সবুজবাগ বালুর মাঠ, কদমতলা ওয়াসা রোড, রাজারবাগ হিন্দুপাড়া সড়কের উপর, ৬ নং ওয়ার্ডের কমলাপুর স্টেডিয়ামের দক্ষিণ পাশ এলাকা, মুগদা ৫০০ শয্যা হাসপাতালের সম্মুখের বিশ্ব  রোডের পূর্ব পাশ, বাশার টাওয়ারের পূর্ব পাশে ওয়াসা ১২৬/২, উত্তর মুগদা হতে ১২২/৫/গ উত্তর মুগদা পর্যন্ত এলাকাসমূহ, ৮ নং ওয়ার্ডের ব্রাদার্স ক্লাব মাঠ, টিটি পাড়া ব্রিজ, বাংলাদেশ ব্যাংকের পিছনে কমলাপুর বাজার রোড, ৯ নং ওয়ার্ডের ফকিরাপুল প্রধান সড়ক, বক্সকালভার্ট  রোড, মতিঝিল সি/এ, বাংলাদেশ ব্যাংক হতে মধুমতি সিনেমা হল, ১০ নং ওয়ার্ডের এজিবি কলোনি হাসপাতাল জোনের অন্তর্গত ঈদগাহ মাঠ পর্যন্ত, এজিবি কলোনি, আল হেলাল জোনের অন্তর্গত ঈদগাহ মাঠ, টিঅ্যান্ডটি কলোনি মাঠ, খিলগাঁও  গোলচত্ত্বরসহ ৫৩২টি স্থান নির্ধারণ করে ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশন। এসব নির্ধারিত স্থানে রাখা হয়েছে ইমাম, কসাই, সিটি কর্পোরেশনের গাড়ি ও পরিচ্ছন্ন কর্মী।

বর্জ্য ব্যবস্থাপনার সুবিধার জন্য সরকার প্রথমবারের মত ঢাকার দুই সিটি করপোরেশনে পাঁচ শতাধিক কোরবানির জায়গা ঠিক করে দিলেও তাতে সাড়া মেলেনি খুব একটা; নগরজুড়ে যত্রতত্র পশু জবাই হয়েছে আগের মতই।  শুক্রবার ঈদুল আজহার দিন দুপুর পর্যন্ত ঢাকার কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।  যেসব স্থানে সরকার কোরবানির পশু জবাই করতে নগরবাসীকে অনুরোধ করেছিল, তার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে পড়েছে ২০৮টি; আর ৩৩০টি দক্ষিণে।ঈদের নামাজের পর  থেকে দুপুর পর্যন্ত দশটি জায়গা ঘুরে নির্ধারিত স্থানে পশু কোরবানি দেওয়ার খুব একটা উৎসাহ স্থানীয়দের মধ্যে দেখা যায়নি।

এর মধ্যে আটটি স্থানে  দেখা গেছে, নির্ধারিত জায়গায় যে ক’টি পশু জবাই হচ্ছে, তার চেয়ে বেশি কোরবানি ও মাংস কাটার কাজ চলছে আশেপাশের রাস্তায় বা বাড়ির সামনে।অনেকেই বরাবরের মত বাড়ির পাশে রাস্তা, গলি এবং ভবনের গ্যারেজে কোরবানির যাবতীয় কাজ সেরেছেন। আশেপাশের পথঘাট সয়লাব হয়ে গেছে রক্ত মেশা পানি আর পশুর বর্জ্যে।যারা নির্ধারিত স্থানে যাননি, তাদের অনেকেই বলেছেন, দূরে  কোরবানি দেওয়ার পর তারা টানাটানির ঝামেরায় যেতে চাননি। সিটি করপোরেশন কর্তৃপক্ষ যথাযথ প্রচার চালায়নি বলেও কেউ কেউ অভিযোগ করেন। গোড়ান এলাকায় তিতাস রোড়ের একটি চৌ-রাস্তার ওপরেই পশু জবাই করেছেন স্থানীয়রা  সেগুন বাগিচায় দুদক কার্যালয়ের সামনে নগর কর্তৃপক্ষের নির্ধারিত স্থানে জবাইয়ের জন্য অর্ধশতাধিক পশু একত্রিত করা হয়েছিলসিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, প্রথম বছর তেমন সাড়া না মিললেও ধীরে ধীরে নড়রবাসীকে এ ব্যবস্থায় অভ্যস্ত করা সম্ভব। শুক্রবার সকাল ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হলেও তার বিভিন্ন মহল্লার মসজিদে জামাত শুরু হয় সকাল ৭টা  থেকে। এর পরপরই শুরু হয়ে যায় পশু কোরবানির আয়োজন।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের  গোড়ান আট নম্বর পানির পাম্পের পাশে সকাল সাড়ে ৮টার দিকে নিজের বাসার সামনের গলিতে গরু জবাই করেন জোবায়ের ইসলাম। সেখানেই চামড়া ছাড়িয়ে হোগলা পাটি পেতে মাংস কেটে পরে বাড়িতে নেওয়া হয়।

জোবায়েরের এলাকায় পশু কোরবানির জন্য সিটি করপোরেশনের ঠিক করে দেওয়া জায়গা ছিল গোড়ান মাঠ।তিনি বলেন, অতদূর  থেকে মাংস আনা-নেওয়া অনেক ঝামেলার ব্যাপার। আমরা পানি ছিটিয়ে দেব, আর ময়লা পরিষ্কারের জন্য সিটি করপোরেশনের দেওয়া বিশেষ ব্যাগ এনে  রেখেছি।সকাল ৯টায় খিলগাঁও  মোড়ে ঢাকা দক্ষিণের নির্ধারিত পশু জবাইয়ের এলাকায় গিয়ে দেখা যায়- সেখানে তেমন  লোকজন নেই। অথচ কয়েকশ গজ দূরে গলির মধ্যে পশু জবাই হয়েছে।অবশ্য  সেগুনবাগিচায় সিটি করপোরেশনের নির্ধারিত স্থান দুদক কার্যালয়ের সামনে পশু জবাই করতে গেছেন আশেপাশের অনেকেই।স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান জানান, সেখানে দুপুর পর্যন্ত অর্ধশতাধিক গরু ও খাসি জবাই করা হয়েছে।তিনি বলেন,  সেগুনবাগিচা টাওয়ার, প্রিয় প্রাঙ্গণসহ আরও কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনের বাসিন্দারা এখানে কোরবানি দিয়েছেন। অবশ্য আমরা অন্যবছরও একইভাবে কোরবানি  দেই।নিউ মার্কেট এলাকায় বিশ্বাস বিল্ডার্সের একটি অ্যাপার্টমেন্ট ভবনের নিরাপত্তারক্ষী সঞ্জয় দীপ বলেন, করপোরেশনের নির্দেশনা অনুযায়ী ভবনের সামনে অন্তত ৬২টি পশু  কোরবানি দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যাগ ও ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে। জবাই ে শেষে বিল্ডিং কর্তৃপক্ষ পানি ছিটিয়ে রক্ত ও বর্জ্য পরিষ্কার করবে।

সেগুন বাগিচায় দুদক কার্যালয়ের সামনে নগর কর্তৃপক্ষের নির্ধারিত স্থানে জবাইয়ের জন্য অর্ধশতাধিক পশু একত্রিত করা হয়েছিল রাজধানীর নিউ মার্কেট এলাকার বিশ্বাস বিল্ডার্সের সামনের সড়কে সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে চলছে পশু জবাইঢাকা উত্তর সিটি করপোরেশনের শ্যামলী,  মোহাম্মদপুর, আদাবর এলাকায় পশু জবাইয়ের নির্ধারিত স্থান ছিল দশটি। এর মধ্যে দুটি জায়গায় গিয়ে পাশের রাস্তা ও গলিতেই বেশি পশু জবাই হতে  দেখা যায়।রাজধানীর মিরপুর দশ নম্বর  গোলচক্কর থেকে মিরপুর ১২ নম্বর পর্যন্ত সড়কে ঘুরেও একই চিত্র  দেখা যায়।মিরপুর-১২ এলাকায় সিটি করপোরেশনের নির্ধারিত স্থান ছিল ‘বি’ ব্লকের পরিচ্ছন্নতা কর্মীদের অফিসসংলগ্ন মাঠ। ওই এলাকার চা  দোকানী হনুফা আক্তার বলেন, এইখানে কেউ কোরবানি দিতে আসে নাই। সরকারের লোক (সিটি কর্পোরেশন) এইখানে মাইকিং করছে গতকাইল। অনেকে জানেই না।অবশ্য সিটি করপোরেশন কর্তৃপক্ষ ব্যাগ ও ব্লিচিং পাউডার সরবরাহ করেছে বলে জানিয়েছেন তিনি।

এ এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, ভাই, কোরবানি তো শুধু  স্পেস থাকলেই হয় না, আরও অনেক কিছু লাগে। যেমন, পানি না থাকলে চামড়া ছাড়ানো যায় না। গরুর মাংস প্রসেস করতে হলে বালতি বালতি পানি লাগে। সব জায়গায় পানির যোগান রাখে নাই।বিকালে সার্বিক পরিস্থিতি জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, নির্ধারিত স্থানে পশু জবাইয়ের বিষয়ে এ বছর কোনো বাধ্যবাধকতা ছিল না।  যে নির্দেশনা দেওয়া হয়েছে তাতে তেমন সাড়া মেলেনি।তবে ধীরে ধীরে নগরবাসীকে নির্দিষ্ট স্থানে পশু জবাইয়ে অভ্যস্ত করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

http://www.anandalokfoundation.com/