14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করণ

admin
July 7, 2017 8:15 am
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুর (০৬-০৭-১৭): মেহেরপুর মৎস্য চাষীদের উদ্যোগে ও সোনার বাংলা হ্যাচারী এন্ড ফামর্স বরগুণার সহযোগিতায় ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল উপস্থিত থেকে মেহেরপুর ভৈরব নদের যাদবপুর ব্রিজের পশ্চিম পাড়ে ৫ লাখ মনোসেক্স মাছের পোনা অবমুক্ত করেন। এসময় মৎস্য চাষী মুহিদ শেখ, খামসেদ আলী,জুম্মন সেখানে উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/