মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ।
গতকাল মঙ্গলবার বেলা ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র গোলদার, প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম তৌফিকুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফিলউদ্দিন, গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসানুল হাবিব, মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সেভ দি চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, পলাশীপাড়া সমাজ কণ্যান সমিতির নির্বাহী পরিচালক আলহাজ মোঃ মোশাররফ হোসেন, জেলা ব্রাক’র প্রতিনিধি মোশারফ হোসেন, সাংবাদিক রফিক-উল আলম, প্রধান শিক্ষক আনারুল ইসলাম, তরিফা নাজনীন, মকবুল হোসেন প্রমুখ।
মত বিনিময় সভায় জেলা প্রশাসক পরিমল সিংহ তার বক্তব্যে বলেন- মেহেরপুর জেলার ৩ উপজেলার ৫টি করে বিদ্যালয় বাছাই করে তাদের মডেল বিদ্যালয়ে রুপ দিতে হবে । আর এ জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।