মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরে মাদক রাখার দায়ে ভ্রাম্যমান আদালতে মাসুদ পারভেজ (২৪) নামের এক যুবকের এক মাসের জেল দেয়া হয়েছে। সে মেহেরপুর শহরের শিশু বাগানপাড়ার কামরুল হাসানের ছেলে।
গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কশিশনার জুবায়ের হোসেন চৌধুরী ওই রায় দেন।
এর আগে মেহেরপুর ফাঁড়ি পুলিশের এটি এসআই মজিবর রহমন তাকে গাঁজা সেবনরত অবস্থায় ৬ গ্রাম গাঁজাসহ আটক করে এবং ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করেন।