মেহের আমজাদ, মেহেরপুরঃ প্রধান মন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দি আর্থ ও আইসিটি অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় আনন্দ মিছিল করেছে মেহেরপুর ছাত্রলীগ।
শনিবার বিকেল ৫টায় মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার নেতৃত্বে পৃথক একটি আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে মেহেরপুর কলেজ ছাত্রলীগের সবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান জনি, মুজিবনগর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক পরাগ, বুড়িপোতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন, মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নায়েব আলী, ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রাজু, বাঁধান, ফারুক, সুজন, সোহেল, পাপ্পু, জামান, আরিফ, মফিজুর, হয়রত প্রমুখ অংশ গ্রহণ করেন। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।