মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর জেলার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের মধ্যে ২০১৫ সালের শিক্ষা বৃত্তি ও জরুরী চিকিৎসা সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার বিকেল ৫ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান জেলার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের মধ্যে শিক্ষা বৃত্তি ও জরুরী চিকিৎসা সহায়তার অর্থ প্রদান করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারি কমিশনার জুবাইয়ের হোসেন চৌধুরী, অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির জেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মোট ২৭ জনকে এক লাখ দুই হাজার টাকার নগদ অর্থ প্রদান করা হয়।