আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশের দুইবারের শ্রেষ্ট, ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া বলেন, পৃথিবীর সর্ব শ্রেষ্ট মহা-মানব, আল্লাহুর প্রিয়বন্ধু হযরত মুহাম্মাদ (সা:) এর বিদায় হজ্বের ভাষন আমাদের সকলের অনুসরণ করা উচিত। তাহলেই সমাজ থেকে হিংসা-বিদ্বেষ, মারামারী-হানাহানী, খুন-জখম ও মাদক-সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে। মহানবী (সা:) এর মহব্বত যার হৃদয়ে থাকে, সে কখনও মানুষের অমঙ্গল কামনা করে না। প্রকৃত মানুষ হচ্ছে সেই ব্যাক্তি, যার হাত ও মূখের থেকে মানুষ নিরাপদে থাকে। তাই আমরা সবাই মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করি।
সোমবার সকাল ১১ টায় ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক-ত্রান বিতরণ ও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি এসময় আরো বলেন, দেশের উন্নয়নে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। সরকারী আমানত কখনও খেয়ানত করা যাবে না। তাহলেই এদেশকে উন্নয়নশীল দেশে পরিনত করা সম্ভব।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল এফ.এম মহিউদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী। এসময় সালথা উপজেলা থেকে ভিক্ষুকমুক্ত করার লক্ষে ১০জন ভিক্ষুকের মাঝে ১টি করে ছাগল বিতরণ করেন জেলা প্রশাসক। এর আগে সালথা উপজেলা পরিষদের একটি ড্রাগন ফলের বাগান উদ্বোধন, নারিকেল গাছ রোপন, উপজেলা শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠিান ও শ্রেষ্ট শিক্ষকদের মাঝে সনদ বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শণ করেন।