ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মমতাময়ী নেত্রী প্রধানমন্ত্রী

admin
January 22, 2018 9:48 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ অসাধারণের মাঝেও অনন্যসাধারণ এক নেত্রী। দেশ নিয়ে হাজার ব্যস্ততার মধ্যেও সামান্য ফুসরত পেলেই মেতে ওঠেন বাঙালিয়ানায়। ছেলের জন্মদিনে রান্না, নাতনীর জন্মদিনে রান্না করে খাওয়ানো, ভ্যান গাড়িতে ওঠা, ছেলের সাথে ব্যাডমিন্টন খেলা, সমুদ্রে পা ভেজানোর ছবিগুলো রাষ্ট্রনায়কের আড়ালে সুন্দর মনের একজন মানুষের প্রতিনিধিত্ব করে।


রোববার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের ফেসবুক পেজে দুটি ছবি আপলোড করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘মমতাময়ী নেত্রী’। তাতে দেখা যায় খুন্তি হাতে জ্বলন্ত উনুনের পাশে হাস্যমুখের প্রধানমন্ত্রী। রান্না করছেন। দেশের প্রধানমন্ত্রীর নিবিষ্টমনে রান্না করার ছবি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর ভক্তবৃন্দরা।

http://www.anandalokfoundation.com/