একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।
আজ রোববার (৩০ডিসেম্বর) সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তারা তাদের ভোট প্রদান করেন। ভোট প্রদানের সময় প্রধানমন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। ভোট দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও সায়মা ওয়াজেদ পুতুল এক সঙ্গে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে আসেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল মান্নান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানমন্ডি সুধাসদনের ঠিকানায় ভোটার হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর কন্যা ও তার বোন এ কেন্দ্রে ভোট দেন।