ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতে পাচার ৯ নারীকে ২ বছর পর বেনাপোলে হস্তান্তর 

Link Copied!

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৯ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
রোববার  (২৬ মার্চ) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এসব পাচার হওয়া নারীদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসা নারীরা হলেন, খুলনা জেলার তেরখাদা উপজেলার ওবায়দুল মোল্লার মেয়ে শিখা বেগম (২৬) যশোর অভয়নগর শিবনাথপুর উপজেলার সাইফুল শেখের মেয়ে সনিয়া শেখ (২৪)বরিশাল জেলার হামিদ সরদারের ছেলে শিউলি বেগম (২৮),নড়াইল জেলার কালিয়া উপজেলার মুসিল্লির মেয়ে পিংকি খাতুন (২৫) যশোর অভয়নগর সিদ্ধিপাড়া উপজেলার তুলি শেখের মেয়ে শিখা আক্তার রেখা (২৩) যশোর সদর উপজেলার হারুনঅর রশিদের মেয়ে রেখা সুলতানা (২৯) যশোর সদর উপজেলার রেখা সুলতানার মেয়ে তাছমিম সুলতানা মায়া (৩) বরিশাল জেলার সদর উপজেলার এক্বাবার খানের মেয়ে রেহেনা বেগম (২৬) বারেক চৌকিদারের মেয়ে সুরিয়া (২)।
ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম শেষে ফেরত আসা বাংলাদেশিদের কর্মসংস্থান ও আইনী সহয়তা দিতে জাস্টিস এন্ড কেয়ার নামে এনজিও সংস্থ্যা গ্রহন করেছে।
যশোর জাস্টিজ এন্ড কেয়ারের বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, ভাল কাজের প্রলোভনে  সীমান্ত পথে দুই  বছর আগে দালালের মাধ্যমে তারা  ভারতে গিয়েছিল। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে  আইনী সহয়তা দিতে আদালত থেকে ছাড়িয়ে  ভারতীয় একটি মানবাধিকার সংস্থ্যা তাদের হেফাজতে নেয় । দির্ঘ ২ বছর পর  দুই দেশের সরকারের সহযোগীতায় ট্রাভেল পারমিটে তারা দেশে  ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের সনাক্ত করে আইনী সহয়তা চাই দেওয়া হবে বলে বলে জানান নারীদের গ্রহনকারী এনজিও সংস্থ্যা।
http://www.anandalokfoundation.com/