ঢাকা

ব্যালন ডি’অর ২০১৫-এর অন্যান্য পুরস্কার জিতেছেন যারা

admin
January 12, 2016 11:46 am
Link Copied!

ক্রীড়া ডেস্ক: অনুষ্ঠিত হয়ে গেল ফিফা ব্যালন ডি’অর ২০১৫-এর গালা অনুষ্ঠান। পঞ্চমবারের মতো ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

আর বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের কার্লি লয়োড। এছাড়া আরো বেশ কিছু পুরস্কার দেওয়া হয় এই অনুষ্ঠানে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেগুলো :

    পুরস্কারের নাম                                       বিজয়ী
ফিফা ব্যালন ডি’অর (পুরুষ)            লিওনেল মেসি (আর্জেন্টিনা)
ফিফা ব্যালন ডি’অর (নারী)            কার্লি লয়োড (যুক্তরাষ্ট্র)
বর্ষসেরা কোচ (পুরুষ)                   লুইস এনরিক (বার্সেলোনা)
বর্ষসেরা কোচ (নারী)                    জিল এলিস (যুক্তরাষ্ট্র)
বর্ষসেরা গোল                             ওয়েন্ডেল লিরা (ব্রাজিল)
ফিফা ফেয়ার প্লে                          উদ্বাস্তুদের সমর্থনকারী সমস্ত ফুটবল সংস্থা।

ফিফা বিশ্ব একাদশ : ন্যুয়ার, থিয়াগো সিলভা, মার্সেলো, সার্জিও রামোস, দানি আলভেস, ইনিয়েস্তা, মদ্রিচ, পোগবা, মেসি, নেইমার ও রোনালদো।

http://www.anandalokfoundation.com/