13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বৈরী আবহাওয়ার কারণে বাংলাবাজার-শিমুলিয়ায় লঞ্চ স্পিডবোট চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
May 4, 2022 7:00 am
Link Copied!

বৈরী আবহাওয়া ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে আপাতত বন্ধ থাকছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। জানিয়েছেন বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন।

আজ বুধবার (৪ মে) সকাল সাড়ে ৬টা থেকে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ রাখে বলে জানিয়েছেন তিনি।

ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে লঞ্চ-স্পিডবোট চলাচল শুরু করা হয়নি। আপাতত বন্ধ থাকছে। আবহাওয়া স্বাভাবিক হলে চলাচল শুরু হবে।

ঘাট সূত্রে জানা গেছে, ভোরে বৃষ্টির সঙ্গে বাতাস বইতে থাকলে উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। এছাড়াও কালবৈশাখী ঝড়ের আভাস থাকায় দুর্ঘটনা এড়াতে নৌরুটের সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

http://www.anandalokfoundation.com/