ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল সীমান্ত থেকে প্রায় ১০০ কেজি গাজা জব্দ

admin
January 10, 2017 7:16 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি:
ভারত থেকে পাচার হয়ে আসা ৯৮.৫০০ কেজি গাজা সহ রফিকুল নামে একজন গাজা ব্যাবসায়িকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার বেলা ৩ টার সময় বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্ত থেকে আটক হয়।
আটককৃত রফিকুল বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের আকবার আলীর ছেলে।

২৬ বিজিবি লে, কর্নেল জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত ঘেষা গ্রাম ঘিবা এলাকার ব্রীজের পাশে অভিযান চালিয়ে রফিকুল নামে একজন মাদক ব্যবসায়ি সহ ৯৮.৫০০ কেজি গাজা জব্দ করা হয়।

তিনি আরো জানান মাদক ব্যবসায়িরা ভারত থেকে গাজা এনে সেখান থেকে দেশের বিভিন্ন জায়গায় পৌছে দেওয়ার জন্য অপেক্ষা করছিল। এসময় বিজিবির উপস্থিতী বুঝতে পেরে মাদক ব্যবসায়িরা দৌড়ে পালানোর সময় রফিকুল নামে একজন ধরা পড়ে।

তিনি আরো বলেন উদ্ধারকৃত গাজা সহ রফিকুলকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মো: মাসুদুর রহমান শেখ
বেনাপোল যশোর
১০/০১/১৭

http://www.anandalokfoundation.com/