বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল মানবপাচারেরর প্রধান রুট পুটখালী সীমান্ত থেকে ৫ জন পুরুষ ও ২জন নারী সহ মোট ৭ জনকে অবৈধপথে ভারতে পাচার করার সময় বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা আটক করেন। তবে এ সময় কোন পাচারকারিকে আটক করতে পারে নাই।
শবিবার সন্ধ্যা ৬ টার সময় এদের আটক করা হয়।
২১ বিজিবি পুটখালি ক্যাম্পের কমান্ডার গোলাম আহমেদ জানান, গোপন সংবাদের মাধ্যমে পুটখালির দুর্গম এলাকা চরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৭ জন নারী পুরুষকে আটক করা হয়। পাচারকারিরা চরের মাঠের বিশাল একটি বাগানে এদের ভারতে পাচারের জন্য অপেক্ষা করছিল। বিজিবির উপস্থিতী বুঝতে পেরে পাচারকারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। এদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এসআই মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন আটককৃতদের ১১ সি ধারায় মামলা দিয়ে আগামি কাল যশোর আদালতে পাঠানো হবে।