রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি: বালিয়াডাঙ্গী উপজেলায় গতকাল রবিবার বিকাল ৩ঘটিকায় লাহিড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ আকবর আলী স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট ২০১৬ উদ্বোধন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন রুহিয়া প্রগতি সংঘ বনাম রানীশংকৈল খোলোয়াড় কল্যাণ সমিতি এর শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম এমপি, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন, রানীশংকৈল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, চাড়োল ইউপির চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জী(বাবু), শহীদ আকবর আলী স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট ২০১৬ শুভ উদ্বোধন সভাপতিত্ব করেন লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ধনতলা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও শহীদ আকবর স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের সভাপতি সহিদুর রহমান, খেলা পরিচালনা করেন আবুল কালাম আজাদ, শহীদ আকবর স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট ২০১৬ খেলা পরিচালনার দায়িত্বে আছেন বালিয়াডাঙ্গী শহীদ আকবর আলী স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট ২০১৬ এর সাধারণ সম্পাদক আজমগীর কবির লিপটন, লাহিড়ী আঞ্চলিক শাখা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন, লাহিড়ী আঞ্চলিক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার চৌধুরী, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মিতুল চৌধুরী জনি, লাহিড়ী আঞ্চলিক ছাত্রলীগের উপদেষ্টা বাবু হোসেন, আরও অনেকেই। পরে খেলা উপভোগ করেন এলাকার শতাধিক জনসাধারণ। রুহিয়া প্রগতি সংঘ বনাম রানীশংকৈল খোলোয়াড় কল্যাণ সমিতি। দুই খেলার মধ্যে রুহিয়া প্লেন্টি ১ গোলে পরাজিত হয়।