14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ কোনো দেশের সাথে সহিংসতা চায় না -পরিকল্পনা মন্ত্রী

Rai Kishori
September 7, 2019 10:40 pm
Link Copied!

ভারতের মানুষ ভারতে থাকবে, মিয়ানমারের মানুষ মিয়ানমারে। সবাই নিজ নিজ দেশে থাকবো শান্তির সঙ্গে। বাংলাদেশ  কোনো দেশের সঙ্গে সহিংসতা চায় না। আমাদের মূলনীতি হলো, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কারো সাথে শত্রুতা নয়। বলেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

মন্ত্রী আজ ঢাকায় স্থানীয় এক হোটেলে কসমস ফাউন্ডেশন আয়োজিত The Relevance of the United Nations for Bangladesh : A prognosis for Partnership  শীর্ষক সংলাপে এসব কথা বলেন।

এ সময় বৈশ্বিক শান্তিরক্ষায় বাংলাদেশের ভূমিকার কথা জানিয়ে মন্ত্রী বলেন, জাতিসংঘে শান্তিরক্ষা কর্মকা-ে বাংলাদেশ সরাসরি অংশ নিচ্ছে। এতে আমাদের কয়েকশ’ জন প্রাণও দিয়েছেন। আমরা তাদের স্যালুট জানাই। বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের অবদানের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী আরো বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের ক্ষেত্রে জাতিসংঘ আমাদের অনেক সহায়তা করেছে।

জাতিসংঘের সাবেক উপমহাসচিব Lord George Mark Malloch Brown মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় দীর্ঘসূত্রিতার কবলে পড়া রোহিঙ্গা সংকট-সহ বর্তমান আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিষয়ে জাতিসংঘের অধিকতর সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংলাপে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইউনিভার্সিটি অভ্ সিঙ্গাপুরের ইনস্টিটিউট অভ্ সাউথ এশিয়ান স্টাডিজের প্রিন্সিপাল রিসার্চ ফেলো ড. ইফতেখার আহমেদ চৌধুরী ও সঞ্চালনা করেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান। পররাষ্ট্র সচিব শহিদুল হক এ সময় উপস্থিত ছিলেন  ।

http://www.anandalokfoundation.com/