স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের পর তৎকালীন সেনাপ্রধান শফিউল্লাহ ও বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের ভূমিকাকে খুব একটা ভালো চোখে দেখছে না বিএনপি।
মঙ্গলবার বিকেলে নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিপনের বক্তব্য থেকে এসব বিষয় উঠে আসে। রিপন বলেন, ‘সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল হক মনি ও সাবেক সেনা প্রধান কে এম শফিউল্লাহকে নিয়ে একটি টকশো প্রচারিত হয়েছে। টকশোতে ফজলুল হক মনি সাবেক এই সেনা প্রধানকে মুজিব হত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন।
রিপন বলেন, ‘শেখ মুজিবুর রহমান তলব করার পরও কেন নিশ্চুপ ছিলেন কে এম শফিউল্লাহ? পরে কেনই বা ধানমন্ডির ৩২ নম্বরে না গিয়ে মুশতাক সরকারের আনুগত্য দেখিয়েছেন। এসব বিয়ষের তদন্ত হওয়া উচিৎ। পাশাপাশি বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও রক্ষী বাহিনী কেন নিশ্চুপ ছিল বিষয়টি সরকারকে বিবেচনায় নিতে হবে। এছাড়া সেসময় সংশ্লিষ্ট কাউকেই দায়ী না করে কেন জিয়াউর রহমানকেই দোষারোপ করা হচ্ছে সেই বিষয়গুলো পুনঃতদন্তের দাবি জানান তিনি। তিনি বলেন, ‘বিএনপির বিরুদ্ধে মনগড়া অভিযোগ করলে শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করা হবে না। সম্মান প্রদর্শন করতে হলে প্রকৃত খুনিদের ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করতে হবে। রিপন মনে করেন, কোনো রাজনৈতিক শক্তি এই হত্যাকান্ড ঘটিয়েছে। রাজনৈতিক সম্পৃক্ততা ছাড়া এরকম হত্যাকান্ড অসম্ভব।
তিনি বলেন, ‘১৫ আগস্টের ঘটনায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে জড়িয়ে অনেক মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রচার করেছে। যদি জিয়া বিএনপি প্রতিষ্ঠা না করতেন, বার বার ক্ষমতায় না আসতেন, জনগণের হৃদয়ের মনিকোঠায় আস্থা অর্জন করতে না পারতেন তাহলে কেউ তাকে নিয়ে মাথা ঘামাতো না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আবুল খন্দকার, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ।