স্টাফ রিপোর্টারঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ক্যান্টিন স্থাপনের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদ শাখা ছাত্রলীগ ।
আগামী ০৯ ই আগস্ট বুধবার সকাল ১১টার দিকে তারা মানববন্ধন করবে বলে জানিয়েছে আইন অনুষদ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি জনাব মোঃ শরিফুল হাসান শুভ।
কাজী মোতাহার হোসেন ভবন চত্বরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। আইন অনুষদের সকল শিক্ষার্থিদেরকে মানববন্ধনে যোগ দিয়ে উক্ত মানববন্ধন সফল করার আহবান জানান তিনি।
তিনি আশা প্রকাশ করেন এক সপ্তাহের মধ্যেই তাদের দাবি পূরণ হবে। এর আগে বঙ্গবন্ধুর ম্যুরাল ও ক্যান্টিন স্থাপনের প্রয়োজনীতা উল্লেখ করে আইন অনুষদ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আইন বিভাগ মারফত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য বরাবর আবেদন করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। ১৯৪৯ সালে ৪র্থ শ্রেনীর কর্মচারীদের অধিকার নিয়ে আন্দোলনে একাত্মতা প্রকাশ করায় বহিস্কার হয়েছিলেন তিনি। এরপরে ২০১০ সালে তাকে ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া হয়। অপর দিকে কাজী মোতাহার হোসেন ভবনে প্রায় ৬০০-৭০০ শিক্ষার্থী নিয়মিত ক্লাস করে।
ক্যান্টিন না থাকায় তাদেরকে খাবারের জন্য দূরে যেতে হয় অথবা অস্বাস্থ্যকর খাবার খেতে হয়।