13yercelebration
ঢাকা

বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তি’, সাবেক পৌর মেয়র আটক

admin
September 2, 2015 8:39 pm
Link Copied!

বান্দরবন প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’র অভিযোগে সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগের বহিস্কৃত নেতা অ্যাডভোকেট মো. মিজানুর রহমান বিপ্লবকে আটক করেছে পুলিশ।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমির হোসেন বলেন, ‘ঢাকা সাইবার ক্রাইমের পরিচালক ম্যাজিস্ট্রেট তানভির হাসানের নেতৃত্বে বান্দরবান সদর থানার পুলিশ মঙ্গলবার রাতে ফেসবুকে ভুয়া আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযানে নামে। এই অভিযানের অংশ হিসেবে সাবেক পৌর মেয়র মিজানুর রহমান বিপ্লবকে আটক করা হয়। এ সময় একতা প্রিন্টার্স নামে এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি কম্পিউটার জব্ধ করা হয়।

ওসি আরও জানান, সাইবার ক্রাইম ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে কটূক্তির প্রমাণ না পেলে তাকে ছেড়ে দেওয়া হবে,’ বলেন ওসি আমির হোসেন।

স্থানীয় পুলিশ সূত্র জানায়, গত কয়েকদিন ধরে এ্যাডভোটেক মিজানুর রহমান বিপ্লব বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে ফেসবুকে নানা ধরনের কটূক্তি করে আসছিলেন।

http://www.anandalokfoundation.com/