ফরিদপুরের বোয়ালমারীতে ঋণের কিস্তির চাপে রাবেয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার আত্মহত্যার খবর পাওয়া গেছে। ষাটোর্ধ রাবেয়া বেগম বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বান্দুগ্রামের আক্তার মোল্যার স্ত্রী।
রবিবার (৭ মে) সকাল ৭টার দিকে এই আত্মহত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, ময়না ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাচ্চু শেখ জানান, মৃতের ৪ ছেলে ও ২ মেয়ে আছে। ছেলেরা পৃথকভাবে সংসার করছে। বাবা-মার প্রতি কোনো দায়িত্ব তারা পালন করেন না। কয়েকটি এনজিওর কিস্তি ও ক্ষুদ্র ঋণের চাপে নিজ ঘরের আড়ার সাথে গলায় কাপড় পেঁচিয়ে রাবেয়া বেগম নামের ওই মহিলা আত্মহত্যা করেন। বাড়ির সামনে রাস্তার পাশে নিহতের স্বামীর একটি চায়ের দোকান আছে।
বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক কাজী আবুল বাশার বলেন, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি।